রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভার দলনেতার পদ থেকে অধীরকে সরিয়ে দেওয়ার পিছনে দায়ী মমতাকে কুৎসা? জল্পনা

March 11, 2021 | < 1 min read

অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দিল এআইসিসি (AICC)। তাঁর জায়গায় ওই পদ দেওয়া হচ্ছে পঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিংহ বিট্টুকে। যদিও বলা হচ্ছে বিধানসভার ভোটের জন্য এই অপসারণ, অনেকেই ধারণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর বিন্দুমাত্র সৌজন্য না দেখিয়ে বিজেপির (BJP) মতোই তাঁকে আক্রমণ করেন অধীর, এবং তার জন্যই এই অপসারণ।

উল্লেখ করা যেতে পারে, গতকাল নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় আহত হবার পর বিরোধী জোটের প্রায় সব নেতারাই তাঁর সুস্থতার কামনা করেন। এই মর্মে টুইট করেন কংগ্রেস নেতা ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও। সেখানে ওই ঘটনাকে ঘিরে অধীরের নানারকম বয়ান ছিল বেমানান ও কুরুচিকর। তাই হয়ত এই অপসারণ, বলেছেন অনেকেই। আবার এও শোনা যাচ্ছে যে অধীরের কাছে বিজেপিতে যোগ দেওয়ার নানা প্রস্তাব এসেছে। তাই নানারকম জল্পনা সৃষ্ঠ হতে দেরি হয়নি রাজনীতির অলিন্দে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram, #Adhir Ranjan Chowdhury

আরো দেখুন