দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কাল নন্দীগ্রামে মহাপঞ্চায়েত কৃষকদের, থাকবেন টিকায়েত

March 12, 2021 | 2 min read

বিজেপিকে (BJP) হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে(Nandigram) কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা(Farmers)। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত(Rakesh Tikait)। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এমনকী কৃষক সমাবেশ করা হবে কৃষক আন্দোলনের পীঠস্থান হিসেবে পরিচিত সিঙ্গুরেও। নিজস্ব যানবাহন নিয়ে কলকাতার রাস্তায় কৃষক মিছিলও করা হবে। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আজ, শুক্রবার, ১২ মার্চ থেকে পশ্চিমবঙ্গে  তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা। এর জেরেই ভোটের মুখে কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি। 


বিক্ষোভরত কৃষকরা আগেই জানিয়েছিলেন যে, দাবি আদায়ে এবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকেই হাতিয়ার করবেন তাঁরা। ওই কর্মসূচির শুরু হবে পশ্চিমবঙ্গ থেকেই। কিন্তু বৃহস্পতিবার যেভাবে বাংলায় দু’দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে সংযুক্ত কিষান মোর্চা, তাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বুধবার নন্দীগ্রামে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর এহেন ঘটনা সামনে আসতেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এই পরিস্থিতিতে বিজেপিকে হারানোর আহ্বান জানিয়ে সেই নন্দীগ্রামের মাটিতেই আয়োজিত হতে চলা কিষান মহাপঞ্চায়েত আক্ষরিক অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। 


বৃহস্পতিবার সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ বিকেল ৪টের সময় নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বাংলায় দু’দিনব্যাপী কী কী কর্মসূচি রয়েছে বিক্ষোভরত কৃষকদের? সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আজ, শুক্রবার বেলা আড়াইটের সময় গান্ধী মূর্তি থেকে রামলীলা ময়দান পর্যন্ত ভেহিক্যাল র‌্যালি করবেন কৃষকরা। রামলীলা ময়দানে পশ্চিমবঙ্গ কৃষক-শ্রমিক মহাপঞ্চায়েতের আয়োজন হবে। এমনকী আজ, ১২ মার্চ রাতে ভবানীপুরে বুদ্ধিজীবীদের সঙ্গেও বৈঠক করবেন কৃষক প্রতিনিধিরা। করা হবে সাংবাদিক সম্মেলনও।


১৩ মার্চ নন্দীগ্রামের পাশাপাশিই সকাল ১১টার সময় কলকাতার মেয়ো রোডে কিষান মহাপঞ্চায়েত হবে। বিকেলে কলকাতার শরৎ বসু রোডে আয়োজন করা হবে বেঙ্গল কিষান মজদুর জনসভা। এরপর মশাল মিছিলের কর্মসূচি রয়েছে। আগামী ১৪ মার্চ সকাল ১১টায় সিঙ্গুরে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করবেন কৃষকরা। ওইদিনই বিকেল ৪টের সময় আসানসোলে কিষান মহাপঞ্চায়েত করা হবে। জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। নন্দীগ্রাম, সিঙ্গুর, আসানসোলের তিনটি কিষান মহাপঞ্চায়েতেই থাকবেন সমাজকর্মী মেধা পাটেকর। সংগঠনের মুখপাত্র সত্যম ভট্টাচার্য বলেছেন, ‘বিজেপিকে হারানোর বার্তা নিয়েই আমরা কৃষকদের কাছে যাব। ১০০ দিনেরও বেশি সময় ধরে দিল্লির সীমানাগুলিতে আন্দোলন করছেন কৃষকরা। তাও হেলদোল নেই কেন্দ্রের। ভোটের ফলে যদি এর প্রভাব পড়ে, একমাত্র তাহলেই কেন্দ্রের শাসক দল বিজেপির হুঁশ ফিরতে পারে।’ সংযুক্ত কিষান মোর্চার শীর্ষ নেতা বলবীর সিং রাজেওয়ালও বলেছেন, ‘১০৫ দিন ধরে আন্দোলন চলছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাঁচটি ভোট-রাজ্যেই কৃষকরা যাবেন। আমি নিজে কলকাতা যাব। কৃষক ও সাধারণ মানুষের কাছে আমরা এই আবেদনই করব যে, তাঁরা যেন বিজেপিকে বাদ দিয়ে অন্য কোনও দলকে ভোট দেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Election 2021, #Farmers Protest, #Rakesh Tikait, #bjp, #farmers

আরো দেখুন