রাজ্য বিভাগে ফিরে যান

আক্রান্ত মমতা – আজ তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি

March 12, 2021 | < 1 min read

নন্দীগ্রামে(Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপর পরিকল্পিত হামলার অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস(TMC)। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে শুক্রবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা৷

একইসঙ্গে এই ঘটনায় শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। সৌগত রায়, ডেরেক ও’‌ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়রা জাতীয় নির্বাচন কমিশনে লিখিত প্রতিবাদ জানাবেন।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) অভিযোগ করেন, ‘‌এই ঘটনার দায় পুলিশের থেকেও বেশি করে নির্বাচন কমিশনের৷ কেন মুখ্যমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া গেল না?‌ তাই নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং নেত্রীর উপরে হামলার প্রতিবাদে শুক্রবার কালো পতাকা নিয়ে মৌন মিছিল করা হবে৷ রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালন করা হবে৷’‌

এদিন হাসপাতালে শুয়েই ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সকলে শান্ত থাকুন, মানুষের সমস্যা হয় এমন কিছু করবেন না। গতকাল খুব জোর লেগেছিল। আমি আশা করছি, কয়েক দিনের মধ্যেই আবার মাঠে নামতে পারব, প্রচারে বের হব। তবে হুইল–চেয়ারে ঘুরতে হতে পারে। সেটা সকলে সহযোগিতা করলে সম্ভব হয়ে যাবে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #tmc, #protest rally

আরো দেখুন