রাজ্য বিভাগে ফিরে যান

সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন শংকর

March 12, 2021 | < 1 min read

২০২০ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন বিখ্যাত লেখক মণিশংকর মুখোপাধ্যায় (Mani Shankar Mukherjee) ওরফে শংকর। তাঁর ‘একা একা আশি’- (Eka Eka Ekashi) রচনার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।

বাংলা অকাদেমি উপদেষ্টা বোর্ডের আহ্বায়ক সুবোধ সরকার এ বিষয়ে বলেন, ‘এই পুরস্কার ওঁর বহুদিনের প্রাপ্য ছিল।’

শংকরের জন্ম ১৯৩৩ সালে যশোরের বনোগ্রামে। পরে হাওড়ায় থিতু হন শংকরের বাবা। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। কত অজানারে গ্রন্থটিকে বাঙালি পাঠক সাদরে বরণ করে নেয়।

সত্যজিৎ রায় তাঁর সীমাবদ্ধ ও জনারণ্য উপন্যাসের কাহিনি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে বিখ্যাত বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে। উল্লেখ্য ২০১২ সাল পর্যন্ত চৌরঙ্গী উপন্যাস এর ১১১ টি সংস্করণ বেরিয়েছে।

শংকরের উপন্যাসে মুগ্ধ ছিলেন স্বয়ং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি একটি চিঠিতে শংকরকে উৎসাহ দিতে লিখে পাঠান ‘ব্রাইট বোল্ড বেপরোয়া।’ বিবেকানন্দ গবেষক হিসেবেও খ্যাতির তুঙ্গ স্পর্শ করেছেন শংকর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mani Shankar Mukherjee, #Eka Eka Ekashi, #Sahitya Akademi

আরো দেখুন