রাজ্য বিভাগে ফিরে যান

মমতার ওপর হামলার প্রতিবাদে বিস্ফোরক তেজস্বী

March 12, 2021 | < 1 min read

নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় দুষ্কৃতীদের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তুলেছেন তিনি।

পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা। তিনি বলেন, ‘দেখো কিতনা ফুল গয়া।’ পড়ে যাওয়ার পর মমতা আর হাঁটতে পারছিলেন না। তাঁকে পাঁজাকোলা করে গাড়িতে তোলা হয়। একটি দোকান থেকে বরফ নিয়ে দেওয়া হয় তাঁর বাঁ পায়ে। জড়িয়ে দেওয়া হয় কাপড়। মমতার দাবি, তাঁর বাঁ পা ফুলে গিয়েছে। কপাল ও মাথায় চোট লেগেছে। জ্বর জ্বর ভাবও রয়েছে মুখ্যমন্ত্রীর। এমনকি তাঁর বুকে ব্যথা হচ্ছে বলেও জানিয়েছেন মমতা।

এ বার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে (BJP) বিঁধলেন লালুপুত্র তেজস্বী যাদব (Tejaswi Yadav)। টুইটে আরজেডি নেতা লিখেছেন, ‘আমি মমতা বন্দ্যোপধ্যায়ের উপর কাপুরুষোচিত গুণ্ডাদের আক্রমণের তীব্র নিন্দা করি’। পাশাপাশি লালুপুত্র সাফ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশ এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যা বিজেপির নির্দেশে চলে। মানুষ জানে যাঁদের গণতন্ত্রে বিশ্বাস নেই তাঁরা পরাজয়ের ক্ষোভ উগরানোর জন্য যা কিছু করতে পারেন’।

মমতার পাশে দাঁড়িয়েই টুইট করেছেন কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়ও। তিনি টুইটে লিখেছেন, ‘দিদির দ্রুত আরোগ্য কামনা করি। দিদি আপনাকে কঠিন লড়াই লড়তে হবে। আপনি নিশ্চয়ই জিতবেন’। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। টুইটে আপ সুপ্রিমো লিখেছেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা দিদির উপর যাঁরা হামলা করেছেন তাঁদের গ্রেফতারি ও সাজার দাবি করি’।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Tejaswi Yadav, #Mamata Banerjee

আরো দেখুন