রাজ্য বিভাগে ফিরে যান

মমতার পাশেই হেমন্ত, সমর্থনের হাত বাড়ালো ঝাড়খন্ড মুক্তি মোর্চা

March 12, 2021 | < 1 min read

বিধানসভা ভোটের আগে (West Bengal WB Assemble Election 2021) ফের এক ইউপিএ জোট শরিকের সমর্থন পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র নেতা হেমন্ত সোরেন (Hemanta Soren) শুক্রবার এ কথা জানিয়েছেন।

হেমন্তের বাবা তথা জেএমএম সভাপতি শিবু সোরেনে শুক্রবার জানান, তৃণমূল নেতৃত্বের অনুরোধ মেনে তাঁরা পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘‘সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য মমতা আমাদের সমর্থন চেয়েছিলেন। আমরা সেই অনুরোধ মেনে নিয়েছি।’’

এনসিপি প্রধান শরদ পওয়ার, আরজেডি নেতা তেজস্বী যাদব, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে নিজেদের রাজ্যে কংগ্রেসের জোটসঙ্গী হয়েও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। মমতাকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও।

জঙ্গলমহল এবং বীরভূমের আদিবাসী অধ্যুষিত কেন্দ্রগুলিতে জেএমএম-এর সমর্থনে তৃণমূল লাভবান হবে বলেই মনে মনে করছেন রাজনীতির কারবারিরা। অতীতে ওই কেন্দ্রগুলিতে লড়েছে জেএমএম। ২০১৯-এর বিধানসভা ভোটে অবশ্য ঝাড়খণ্ডের একাধিক আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। এমনকি, বরহেট কেন্দ্রে হেমন্তের বিরুদ্ধেও জোড়া ফুলের প্রার্থী ছিল। যদিও তৃণমূল প্রার্থী শীলা টুডু জামানত বাঁচাতে পারেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly Election 2021, #Hemanta Soren

আরো দেখুন