বাংলার মুখ রাখতে পারলো না মোহনবাগান! শেষ মুহূর্তের গোলে জয়ী মুম্বাই
পারলেন না হাবাস। পারলনা মোহনবাগান (ATK Mohun)। প্রথম আইএসএল (ISL 2020-21) খেলতে নেমে, এটিকের সঙ্গে জোট বেঁধে থমকে গেল সবুজ মেরুনের বিজয় রথ। ২-১ গোলে ডুবে গেলো পালতোলা নৌকা।
১৮ মিনিটেই রয় কৃষ্ণর পাশ থেকে গোল করে দলকে প্রথম সাফল্য এনে দিলেন ডেভিড উইলিয়ামস। কিন্তু, ২৯ মিনিটে আমেদ জাহুর দুরপাল্লার শটকে বাইরে পাঠাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসলেন তিরি। সমতা ফেরায় সার্জিও লোবেরার দল। সাইড লাইনের ধারে দাঁড়িয়ে বিরক্ত হাবাস।
তারপর ম্যাচের ৬১ মিনিটে অফ সাইডের জন্য এটিকে মোহনবাগানের গোল বাতিল করেন রেফারি তেযশ নাভেঙ্কর। প্রতিবাদে সরব হয় রয় কৃষ্ণ ও হাবাস। হাভির ফ্রি-কিক মহম্মদ রকিপের ঊরুতে লেগে জালে ঢুকে গেলেও গোল পায়নি সবুজ-মেরুন। কারণ রেফারি ও লাইন্সম্যানের দাবি রয় কৃষ্ণ অফ সাইডে দাঁড়িয়ে ছিলেন।
ঠিক ৯০ মিনিটে অরিন্দম ও সন্দেশের ভুলে মুম্বাইয়ের হয়ে জয়সূচক গোলটি করেন বিপিন সিংহ। প্রথমবার আইএসএল জিতল সার্জিও লোবেরার মুম্বই সিটি (Mumbai City) এফসি।