রাজ্য বিভাগে ফিরে যান

মমতা আহত হওয়ায় চাপে বিজেপি, নাও হতে পারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ

March 14, 2021 | 2 min read

চিত্র সৌজন্যে- টুইটার বিজেপি

রাজ্যের প্রথম দু’দফার বিজেপি প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশিত। এবার বাংলার পরবর্তী তিন দফা নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শনিবার দিল্লিতে বঙ্গ বিজেপির (BJP) সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির অন্দরের খবর, এবারের ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রামের লড়াই নিয়ে দলীয় নেতৃত্ব যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় ভোটের মুখে কি বিপাকে পড়তে চলেছে বিজেপি? জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে আলোচনার পাশাপাশি নির্দিষ্ট করে এই প্রশ্নেও চুলচেরা বিশ্লেষণ করেছেন বিজেপির নেতারা। সেখানেই উঠে এসেছে উদ্বেগ।

এখানেই শেষ নয়, নন্দীগ্রামের (Nandigram) ঘটনা নিয়ে দলীয় নেতৃত্বের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, সারা রাজ্যের মতোই নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। গেরুয়া শিবিরের কাছে মূল চিন্তার বিষয় হল, এর সঙ্গে যদি আহত মমতার প্রতি সহানুভূতির ঢেউ আছড়ে পড়ে, তাহলে সেই ঝড়ে চরম বিপাকে পড়তে হতে পারে বিজেপিকে। আপাতত সেই পরিবর্তিত রাজনৈতিক সমীকরণই খতিয়ে দেখছে বিজেপি।

প্রার্থী তালিকায় সিলমোহর দিতে এদিন বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বৈঠকে বসে দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। দলের শীর্ষ সূত্রের খবর, কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের আগে এদিন জে পি নাড্ডার দিল্লির বাড়িতে দফায় দফায় যে বৈঠক হয়েছে, সেখানে রাজ্যের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ভোটের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গের পঞ্চম দফা ভোটের প্রার্থী তালিকা নিয়ে ঐকমত্যে পৌঁছনো যায়নি। এদিন বৈঠকের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘পরবর্তী তিনটি পর্যায়ের ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই শনিবারের বৈঠক ডাকা হয়েছে। দলের রাজ্য দপ্তরে ড্রপ বক্সে জমা পড়া আবেদনপত্রও আলোচনার টেবিলে আসবে।’

এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে অসম, কেরল ও পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। দলীয় সূত্রে খবর, রাজ্যের তৃতীয় ও চতুর্থ দফার মোট ৭৫টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। বিজেপি সূত্র জানাচ্ছে, চমক নয়, বরং এই দুই দফার নির্বাচনের প্রার্থী তালিকাতেও দলীয় কর্মীদের উপরই ভরসা রাখা হচ্ছে। তবে টালিগঞ্জ আসনে বিজেপির টিকিট পেতে পারেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া এক জনপ্রিয় অভিনেত্রী। আজ, রবিবার পরবর্তী দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি বলেই দলীয় সূত্রে খবর। আগামী ৬ এপ্রিল রাজ্যের তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৩১টি আসনে। ৪৪টি আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ হবে আগামী ১০ এপ্রিল। এবং আগামী ১৭ এপ্রিল রাজ্যের পঞ্চম দফার ভোট। এখানে ৪৫টি আসনে ভোটগ্রহণ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #candidate list, #Mamata Banerjee

আরো দেখুন