← রাজ্য বিভাগে ফিরে যান
হুইলচেয়ারে মমতার পদযাত্রা – লাইভ আপডেট
নন্দীগ্রামে (Nandigram) আক্রান্ত হওয়ার পর রবিবার প্রথমবার প্রচারের ময়দানে তৃণমূল নেত্রী। পৌনে দু’টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডে পৌঁছন মমতা (Mamata Banerjee)। সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা হুইল চেয়ারে বসেই রওনা দেন গাঁধী মূর্তির উদ্দেশে। তাঁর পায়ে রয়েছে বিশেষ জুতো। এর কিছুক্ষণ পরেই শুরু হয় জোড়াফুল শিবিরের মিছিল। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করার কথা ওই মিছিলের।
লাইভ আপডেট
- ৩:১০: নন্দীগ্রামের মানুষকে আমি আমার প্রণাম ও সালাম জানাই। এই হাজরায় আমায় অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে। তাই আজকের এই মিছিল আমি হাজরায় শেষ করলাম।
- ৩:০৯: আমি হুইলচেয়ারে, ভাঙা পায়েই সারা বাংলা ঘুরে বেড়াবো। খেলা হবে। মনে রাখবেন, নিহত বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর।
- ৩:০৫: শারীরিক যন্ত্রণা আমার থাকবে। কিন্তু আমি যদি বেডরেস্ট নিই, তাহলে তো বাংলায় চক্রান্তকারীরা জিতে যাবে। আপনারা আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।
- ২:৩০: পদযাত্রা ভবানীপুরে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ হবে হাজরায়। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- ২:০৫: গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হল। তার আগে মেয়ো রোডে অভিষেক বললেন, আজ থেকে নির্বাচনের জন্য রাজনৈতিক লড়াইয়ের শুভ সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-বিজেপিকে এক ইঞ্চি জমা ছাড়া হবে না, বহিরাগতদের বশ্যতা স্বীকার করা হবে না। ভাঙা পায়েই জেতা হবে।
- ১:৩৫: মেয়ো রোডের গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় অবধি পদযাত্রার ঠিক আগে টুইট করে তৃণমূল কর্মীদের বার্তা দিলেন মমতা বন্দোপাধ্যায়। বললেন, বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যাব।
টুইটে মমতা লেখেন, “বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যাব। এখনো (আমার) প্রচন্ড যন্ত্রনা, কিন্তু মানুষের যন্ত্রণার আরও অনেক বেশি। আমাদের পূজিত মাটিকে রক্ষার লড়াইয়ে আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আরো অনেক করবো , কিন্তু ভীরুতার কাছে মাথা নত করবো না।”