রাজ্য বিভাগে ফিরে যান

ব্যক্তিগত কাজের জন্য অনুপস্থিতি, বায়না থেকে নিষ্কৃতি পেতেই কী বাদ পড়লেন শোভন?

March 14, 2021 | < 1 min read

বৈশাখী ব্যানার্জির সঙ্গে সম্পর্কের জন্য দল ছেড়ে ছিলেন শোভন চ্যাটার্জী (Sovan Chatterjee)। ছেড়েছিলেন কলকাতার মেয়র পদ। এমনকি ছেড়ে দিয়েছিলেন মমতা মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীর পদ। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কোথাও সম্মান জোটেনি শোভন-বৈশাখী জুটির। বড় আশা ছিল বেহালা পূর্বে প্রার্থী হবেন বিজেপির টিকিটে। কিন্তু বাধ সাধলো ব্যক্তিগত নানান কাজ। গতকাল, কেন্দ্রীয় মন্ত্রী যখন প্রচার করছেন তার পুরোনো আসন বেহালা পূর্বে, সেখানেও ছিলেননা শোভন।

শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী ব্যানার্জীর যাবতীয় আশায় জল ঢেলে দিয়ে বিজেপি (BJP) বেহালা পূর্বে প্রার্থী করল অভিনেত্রী পায়েল সরকারকে।

ঘনঘন ব্যক্তিগত কাজ, বিজেপির দলীয় নানা সভায় অনুপস্থিতি এবং নানা বায়না থেকে নিষ্কৃতি পেতেই কি দলের কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত, চলছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sovan Chatterjee, #bjp

আরো দেখুন