রাজ্য বিভাগে ফিরে যান

জলপথে প্রচার করে তাক লাগলেন জয়ন্ত নস্কর

March 14, 2021 | < 1 min read

জলপথে সুন্দরবনের দ্বীপে ঘুরে শনিবার প্রচার সারলেন গোসাবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন তাঁদের অভাব অভিযোগ‌ও। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরলেন।

শনিবার সকালে নিজের বাড়ির কালীমন্দিরে পুজো সেরে বেশ কিছুক্ষণ খোলকর্তাল বাজিয়ে কীর্তন করে সোজা চুনখালি জেটিঘাটে চলে যান এই বর্ষীয়ান নেতা। সেখান থেকে লঞ্চে উঠে হোগল নদীর উপর অভিনব ভোটপ্রচার শুরু করেন জয়ন্তবাবু (Jayanta Naskar)। লঞ্চটি তৃণমূলের (Trinamool) পতাকা এবং কমলা, সবুজ এবং সাদা রঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল।

জেটিঘাটে যাওয়ার সময়ে পথচলতি মানুষের কাছে ভোটের আবেদন করেন এই তৃণমূলের প্রার্থী। এরপর তিনি জলপথে লঞ্চে করে কচুখালি, রাধানগর তারানগর, আমতলি সহ বিভিন্ন ছোট ছোট দ্বীপে গিয়ে প্রচার করেন। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। প্রচার শেষে প্রার্থী বলেন, এই কেন্দ্রের প্রায় সব কটি অঞ্চলে যেতে হয় জলপথে। তাই জলপথেই প্রচার শুরু করা হল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী চিত্ত প্রামাণিকের জামানত জব্দ হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gosaba, #Trinamool Congress, #Jayanta Naskar

আরো দেখুন