উত্তরপাড়ায় প্রবীর ঘোষালের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিচ্ছে আদি বিজেপি
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই যেন অন্তর্কলহের আগুন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে পদ্মবনের অন্দরে। আগে থেকেই আদি-নব্য দ্বন্দ্ব চলছিল দলে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পরে দলবদলু নেতাদের টিকিট পাওয়া ঘিরে দ্বিগুণ আকার ধারণ করছে বিজেপির গোষ্ঠীকোন্দল। রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় নেতা-কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছেন৷ সিঙ্গুর, হরিপালের পাশাপাশি উত্তরপাড়াতেও সেই ছবি ধরা পড়েছে৷ এবার আরও এক ধাপ এগিয়ে উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিলেন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য৷ যিনি বিজেপির হুগলি জেলার প্রাক্তন সভাপতিও ছিলেন৷ বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্যও রয়েছেন কৃষ্ণাদেবী৷
সোমবার সকাল থেকেই উত্তরপাড়ার বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার দেখা যায়৷ সেখানে তাঁর বিরুদ্ধে আম্পানের ত্রাণ নিয়ে দুর্নীতির পাশাপাশি একাধিক অভিযোগ তোলা হয়েছে৷ ভিন দল থেকে আসা প্রবীরকে প্রার্থী হিসেবে মানা হবে না বলেও পোস্টারে দাবি করা হয়৷ অন্যদিকে, এদিন সকালে নির্দল প্রার্থী হিসেবে দেওয়াল লিখে প্রচার শুরু করেন কৃষ্ণা ভট্টাচার্য৷ তাঁর অভিযোগ, ‘বিজেপি দল যে ভুল করেছে, সেটা বুঝিয়ে দিতে চাই৷ বোঝাতে চাই যে ভাল মানুষ জিতবে নাকি একজন খারাপ মানুষ জিতবে৷’ প্রবীর ঘোষালের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার তো মনে হয় লজ্জা থাকলে প্রবীর ঘোষালের ভোটে না লড়া উচিত৷ কারণ ওনার নামে যা দুর্নীতির অভিযোগ রয়েছে, তাতে উনি মানুষের সামনে গিয়ে কীভাবে দাঁড়াবেন আমি জানি না৷’