চার্টার্ড বিমানে সাংবাদিকদের বাংলায় আনছে বিজেপি!
দলবদলু নেতাদের দিল্লি নিয়ে যেতে বিজেপির চার্টার্ড প্লেন ভাড়া করা নিয়ে সরগরম হয়েছিল রাজনীতি। এবার সেই চার্টার্ড বিমানে (Chartered flight) সাংবাদিকদের বাংলায় আনছে বিজেপি। এমনটাই সামনে এসেছে। শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। সিএনএন নিউজ ১৮ (News 18) এবং এএনআই (ANI) এর দুজন সাংবাদিককে আজ চার্টার্ড বিমানে করে বাংলায় আনা হয়েছে বলে জানা গেছে। সিএনএন নিউজ ১৮ এর সাংবাদিক এই সংক্রান্ত একটি ছবি পোস্ট করেন টুইটারে।
ইতিমধ্যেই বিরোধীদের তরফে একাধিকবার অভিযোগ উঠেছে যে বিজেপি (BJP) সংবাদমাধ্যমকে প্রভাবিত করছে। পেটোয়া সাংবাদিকরা কাছের লোক এবং যারা প্রশ্ন করেন তাদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্সি লাগিয়ে দেওয়ার অভিযোগ ও উদারহণও বিস্তর। কিন্তু চার্টার্ড বিমানে সাংবাদিকদের নিয়ে আসার ঘটনা এই প্রথম। এবং গণতন্ত্রের পক্ষে সুখকর নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।
অনেকের মনে প্রশ্ন, যাদের বিশেষ বিমানে কলকাতা আনছে বিজেপি, সেই সাংবাদিকদের কাছে কি আদৌ নিরপেক্ষ হবার পাওয়া সম্ভব?