দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক তথা রূপোলি পর্দার তারকা দেবশ্রী রায়। সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার রায়দিঘিতে।
উল্লেখ্য, একুশের নির্বাচনে রায়দিঘিতে দেবশ্রীকে প্রার্থী করেননি মমতা। ওই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷