তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়, খুশি রায়দিঘি
March 15, 2021 | < 1 min read
দল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক তথা রূপোলি পর্দার তারকা দেবশ্রী রায়। সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির জোয়ার রায়দিঘিতে।
উল্লেখ্য, একুশের নির্বাচনে রায়দিঘিতে দেবশ্রীকে প্রার্থী করেননি মমতা। ওই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷
বাংলাকে পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
#DuareSarkar #Award #WestBengal #DuyareSarkar #Drishtibhongi
হুগলির সাংসদের আশা, কেন্দ্র যদি দয়া দেখায়, তাহলে হুগলিতেও মেট্রো চলবে।
#RachanaBanerjee #Metro #Hooghly #HooghlyMetro #Drishtibhongi
সুড়ঙ্গ তৈরি হলে হাওড়া-কলকাতার বড় অংশে ট্র্যাফিকের চাপ অনেকটা কমবে।
#Tunnel #Vehicles #Ganga #GoodsVehicle #WestBengal #Drishtibhongi