রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপিতে যোগ দিয়েই ওয়াই প্লাস নিরাপত্তা, জিতেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের

March 16, 2021 | < 1 min read

তৃণমূল কংগ্রেস (Trinamool) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করার ১৫ দিনের মধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ওয়াই প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা পেলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সোমবার তাঁকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়।

এদিনই কেন্দ্রীয় বাহিনীর ১১ জন জওয়ান তাঁর নিরাপত্তা দিতে চলেও আসেন। তবে, জিতেন্দ্রর পুরোনো দল তৃণমূল কংগ্রেস অবশ্য তাঁকে কেন্দ্রীয় বাহিনীর ওয়াই প্লাস ক্যাটিগোরির নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ করেছে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এখন কোনও আর কাজ নেই। তারা শুধু এখন বিজেপি নেতাদের নিরাপত্তা দেওয়ার কাজ করছে। বিজেপি এই কেন্দ্রীয় বাহিনী অপব্যবহার করছে।

এদিন সন্ধ্যায় জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আমাকে এদিন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়। পরে তারা দায়িত্ব নিয়েছে। এই নিয়ে কে কি বলছে বা বলল, তা নিয়ে কিছু যায় আসে না।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই জিতেন্দ্র তিওয়ারি হুগলির বৈদ্যবাটির এক সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Jitendra Tiwari, #Trinamool Congress

আরো দেখুন