দেশ বিভাগে ফিরে যান

মুখ পুড়লো মোদী সরকারের, বিশ্বের দূষিত ৩০টি শহরের মধ্যে ২২টি ভারতেই

March 17, 2021 | < 1 min read

বিশ্বের সবচেয়ে দূষিত ৩০টি শহরের মধ্যে ২২টিই ভারতে। আর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। এই নিয়ে টানা তিন বছর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হল দিল্লি।

মঙ্গলবার সুইস সংস্থা ‘আইকিউ এয়ার’ রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। দিল্লি ছাড়া বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় ভারতের শহরগুলির মধ্যে রয়েছে— গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ, জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লখনউ, মীরাট ও আগ্রা, ভিওয়ারি, ফরিদাবাদ, জিন্দ, হিসার, ফতেহাবাদ, বন্ধওয়াড়ি, গুরুগ্রাম, যমুনা নগর, রোহতক ও ধারুহেরা এবং মজফফ্‌রপুর।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে একনম্বরে রয়েছে চীনের জিনজিয়াং। এরপর রয়েছে ভারতের ন’টি শহর। বিশ্বের দ্বিতীয় তথা ভারতের সবচেয়ে দূষিত শহর হল গাজিয়াবাদ। দিল্লি রয়েছে দশম স্থানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Polluted Cities, #India, #Pollution

আরো দেখুন