যত জয় শ্রী রাম বলেছে, পেট্রল-গ্যাসের দাম বেড়েছে, বিজেপিকে অভিষেকের
ভোটমুখী বাংলার প্রচারে নেমে ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে নিয়ে ফের খোঁচা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বাঁকুড়ার চৌরাস্তা মোড়ের সভায় BJP-কে নিশানা করে তৃণমূল যুব সভাপতি বলেন, ‘যত জয় শ্রী রাম বলছে, তত পেট্রলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে।’ এদিকে, ফের বহিরাগত ইস্যুতে সরব হন অভিষেক। BJP কেন্দ্রীয় নেতাদের বিঁধে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘যেদিন বহিরাগতদের ঝেঁটিয়ে তাড়াব, সেদিন সোনার বাংলা গড়ব।’ পদ্মশিবিরকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ‘খেলা হবে, আর পদ্মফুল উপড়ে ফেলা হবে’
BJP-র প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের প্রসঙ্গ টেনে এদিন পদ্মশিবিরকে আক্রমণ করেছেন অভিষেক। এদিন তিনি বলেছেন, ‘প্রার্থী তালিকা নিয়ে কী হচ্ছে দেখুন। যারা নিজেদের দলে শান্তি বজায় রাখতে পারছে না, তারা বাংলা সামলাবে কী করে।’ BJP নেতাদের সভায় লোক হচ্ছে না বলেও ফের সোচ্চার হন সাংসদ।
আমফান, করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে অভিষেক বলেছেন, ‘আমফান, করোনাকালে BJP নেতাদের দেখতে পেয়েছেন? জীবন বিপন্ন করে এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী-সমর্থকরা জীবন বিপন্ন করে লড়াই করেছেন। আজ যেসব বহিরাগত নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার করছেন, তাঁদের দেখা গিয়েছিল তখন? বলা হচ্ছে, আমফানে বাংলায় হাজার কোটি টাকা দিয়েছেন মোদীজি। প্রতিবছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায় দিল্লি সরকার। পাঁচ বছরে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে গিয়েছে। আমি মিথ্যে কথা বললে, আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢোকান। দেখি কত ক্ষমতা আছে।’