দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

‘বিশ্বভারতী বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে যাব’, ফের বিতর্কে উপাচার্য

March 17, 2021 | < 1 min read

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের(VisvaBharati University) দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বিতর্কের মুখে পড়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী(Bidyut Chakraborty)। এ বার সরাসরি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন তিনি। শুধু তাই নয়, অধ্যাপকদের কটূক্তি করতেও শোনা যায় তাঁকে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীর বুকে।

সূত্রের খবর, গত ১৫ মার্চ গুগল মিটে বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে একটি বৈঠক ছিল উপাচার্যের। বৈঠকে শুরু থেকেই তাঁর মেজাজ ছিল চড়া। একের পর এক অশীলিত মন্তব্য করতে থাকেন বিদ্যুৎ। কয়েক জন অধ্যাপকের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তোলেন। তাঁদের ভীতু বলে মন্তব্য করেন বিদ্যুৎ। তারপরেই তিনি বলেন, “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমি কাউকে ধমকি দিচ্ছি না।”

বিদ্যুতের দাবি, “বিশ্বভারতী চোর ডাকাতের আড্ডা হয়ে গিয়েছে। নইলে অনুব্রত মণ্ডল বলতে পারে উপাচার্য পাগল। আর আপনারা সেটা মেনে নেন। আমি আসার পর থেকেই সেই সব চোর ডাকাতদের ধরছি। তাই অনেকের এত অসুবিধা হচ্ছে।” আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে সবাই চক্রান্ত করছে বলে অভিযোগ বিদ্যুতের। কিন্তু এ ভাবে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেই জানিয়েছেন উপাচার্য।

এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। কখনও অধ্যাপক, অধ্যাপিকাদের কটূক্তি করে, তো কখনও নোবেলজয়ী অর্মত্য সেনকে নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়ছেন তিনি। বিশ্বভারতীতে পাঁচিল তোলা নিয়ে আবাসিকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন। ১৫ তারিখের বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। ফলে ফের সমালোচনার মুখে পড়েছেন বিদ্যুৎ।

TwitterFacebookWhatsAppEmailShare

#bidyut chakraborty, #Visva Bharati

আরো দেখুন