কৃষক বন্ধু প্রকল্পে মিলবে ১০,০০০ টাকা, ইস্তাহারে দরাজ মমতা
প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার(TMC Manifesto)। আগামী পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য ইস্তাহারে রয়েছে দিদির ‘দশ অঙ্গীকার'(Didir10Ongikar)। আগামীদিনে রাজ্যের উন্নয়নের রোডম্যাপ বাতলে দিলেন মমতা(Mamata Banerjee) আজ। আর এই ইস্তাহারে কৃষকদের উন্নয়নের লক্ষ্যে নানা ঘোষণা করলেন মমতা।
মমতা জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭১.২৩ লক্ষ কৃষক (Farmers) পরিবারের বসবাস, যাঁদের মধ্যে ৯৬% ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। বাংলায় গড় ল্যান্ডহোল্ডিং সাইজ ০.৭৭ হেক্টর। রাজ্যের ৬৮.৩৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে একর প্রতি ₹১০,০০০ আর্থিক সহায়তা দেওয়া হবে।
তৃণমূলের দাবি, আগামী পাঁচ বছরে রাজ্য ফলনে ব্যবহৃত চাষজমিকে ৯৮%-এ নিয়ে যাবে, অতিরিক্ত ৩ লক্ষ হেক্টর চাষযোগ্য জমিতে ফসল ফলিয়ে। এতে বাংলা ফলনে ব্যবহৃত চাষজমির পরিমাণে দেশের মধ্যে ১ নম্বর হবে। ৪.৫ হেক্টর জমিকে দ্বি-ফসলি জমিতে রূপান্তর করার মাধ্যমে, বাংলা ফলনের ঘনত্বে ১ নম্বর রাজ্য হয়ে উঠবে।
আগামী ৫ বছরে চা, পাট ও আলু উৎপাদনে প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি রাজ্য খাদ্যশস্য ও তামাক উৎপাদনে নিজেদের স্থান আরও উন্নীত
করবে, এমটাই দাবি তৃণমূলের।