রাজ্য বিভাগে ফিরে যান

ইস্তাহারে মমতার পাখির চোখ শিল্প, কর্মসংস্থান

March 17, 2021 | 2 min read

প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার(TMC Manifesto)। আগামী পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য ইস্তাহারে রয়েছে দিদির ‘দশ অঙ্গীকার'(10Ongikar)। আগামীদিনে রাজ্যের উন্নয়নের রোডম্যাপ বাতলে দিলেন মমতা(Mamata Banerjee) আজ। আর এই ইস্তাহারে বিরোধীদের এজেন্ডা ভোঁতা করে শিল্প(Industry) এবং কর্মসংস্থানে(Employment Opportunities) জোর দেওয়া হয়েছে।

রাজ্যের বিরোধী দলগুলির একটি অভিযোগ হল রাজ্যে শিল্পের ভাঁড়ে মা ভবানী। চাকরি নেই তাই ভিন রাজ্যে যেতে হয় মানুষকে। এর পাল্টা আজ তৃণমূলের ইস্তাহারে দাবি করা হয়েছে, বার্ষিক ১০ লক্ষ নতুন এমএসএমই গঠন করা হবে। আগামী ৫ বছরে বর্তমান ১০,০০০ শিল্প ইউনিটের সাথে ২,০০০ বড় শিল্প ইউনিট যোগ হবে। আগামী ৫ বছরে ₹৫ লক্ষ কোটি নতুন বিনিয়োগ হবে। বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করে বেকারত্বের হার অর্ধেক করা হবে বলেও দাবি করেছে শাসক দল।

তৃণমূলের প্রতিশ্রুতি, নিয়ে আসব। বিগত ৫ বছরে বড় শিল্পে রাজ্য ৫টি গ্লোবাল সামিটের মাধ্যমে ₹৪.৪৫ লক্ষ কোটির বিনিয়োগ পেয়েছে।


আগামী ৫ বছরে রাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল সামিট থেকে আমরা আরও ₹৫ লক্ষ কোটি বিনিয়োগ শিল্প এবং বিদেশি উভয় ক্ষেত্রেই, আইটি এবং বিটি কোম্পানিকে আনতে কিছুপদক্ষেপ নেওয়া হবে যাতে পশ্চিমবঙ্গে তাঁরা ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারেন।

মুখ্যমন্ত্রী আজ বলেন, গত ১০ বছরে, রাজ্যের নিজের কর রাজস্ব সংগ্রহ গত ৯ বছরে বৃদ্ধি পেয়েছে। এটি ৯ বছরের ব্যবধানে প্রায় তিনগুণ বেড়ে
₹২১,১২৮ কোটি থেকে ₹৬০,৬৬৯ কোটি হয়। তৃণমূলের দাবি, রাজ্যকে দেশের অর্থনীতিতে শীর্ষ ৫টির রাজ্যের মধ্যে আনা হবে। এর ফলে হওয়া অতিরিক্ত সুবিধা মাথাপিছু আয় দ্বিগুণ করবে যা ₹২.৫ লক্ষের বেশি হবে।

৩৫ লক্ষ মানুষকে চরম দারিদ্র্য থেকে উদ্ধার কথাও বলা হয়েছে ইস্তাহারে। জিডিপির আকার বৃদ্ধি এবং শিল্প খাতের প্রসারণের ফলে প্রতি বছর
অতিরিক্ত ৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে যার ফলে রাজ্যে বেকারত্বের হার অর্ধেক হবে বলেও দাবি করেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#TMC manifesto

আরো দেখুন