রাজ্য বিভাগে ফিরে যান

আজ তৃণমূলের ইস্তাহার প্রকাশ, থাকছে ‘১০ অঙ্গীকার’

March 17, 2021 | < 1 min read

একুশের ভোটে (WB Assembly Election 2021) নয়া চমক। বাংলার মানুষের কাছে ‘দিদির ১০ অঙ্গীকার’। তৃণমূলের ইশতাহারে এইসব প্রতিশ্রুতিগুলিই থাকবে বলে সূত্রের খবর।

১. ৩৫ লক্ষ মানুষ কে চরম দারিদ্রের থেকে উদ্ধার।

২. দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০% থেকে কমিয়ে 5% করা।

৩. রাজ্যে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা।

৪. রাজ্যে বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা।

৫. প্রত্যেকটি পরিবার স্বাবলম্বী করার লক্ষ্যে মাসিক ৫০০ টাকা ভাতা।

৬ কৃষক বন্ধু প্রকল্পের বছর ১০ হাজার টাকা করে পাবেন ৬৮ লক্ষ কৃষক।

৭ বড় শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি।

৮ প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি। সবল-যুব নামে নয়া প্রকল্প চালু। এই প্রকল্পে Student credit card-র মাধ্যমে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে পড়ুয়াদের।

৯ বাংলার বাড়ি প্রকল্পের ১০ লক্ষ আবাসন তৈরি।

১০ প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

প্রসঙ্গত, গত ১১ই মার্চ তৃণমূলের ইস্তাহার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ফলে তা পিছিয়ে যায়। এরপর নন্দীগ্রাম দিবসে ইস্তাহার প্রকাশের কথা হলেও সেদিনও প্রকাশ হয়নি ম্যানিফেস্টো। সূত্রের খবর আজ বিকেলে ইস্তাহার প্রকাশ করবেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Bannerjee, #West Bengal Election 2021, #Trinamool Congress, #Trinamool Manifesto

আরো দেখুন