কলকাতা বিভাগে ফিরে যান

বাংলার নির্বাচনের জন্য বিশেষ উদ্যোগ টুইটারের

March 17, 2021 | < 1 min read

আর শুধু ইংরাজি-হিন্দি নয়। সোশ্যাল মিডিয়ায় (social media) বাংলা ভাষাতেই মিলবে বিধানসভা ভোটের যাবতীয় খুঁটিনাটি। তাও আবার নির্বাচন কমিশন অনুমোদিত নির্ভুল আপডেট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো তথ্যের ভিড় রুখতে নতুন উদ্যোগ ট্যুইটার ইন্ডিয়ার। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ জোগাতে নয়া কাস্টম ইমোজি (custom emoji) এবং হ্যাশট্যাগও (hashtag) চালু করা হয়েছে। সেটাও বাংলা ভাষাতেই।

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট আসন্ন। সে কথা মাথায় রেখেই সুস্থ রাজনৈতিক বিতর্কের পথ সুগম করতে এমন অভিনব সিদ্ধান্ত। ইংরাজি-হিন্দির পাশাপাশি আরও চারটি ভাষায় এমন পরিষেবা মিলবে। ভাষাগুলি হল, বাংলা, অসমিয়া, তামিল এবং মালয়ালম। ছ’টি ভাষায় নির্বাচন সংক্রান্ত নির্ভুল তথ্য জোগাতে জাতীয় এবং রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মিলে দ্রুত ‘সার্চ’ পরিষেবা শুরু হয়েছে। বাংলা ভাষায় সার্চ করেই প্রার্থী তালিকা, ভোটের দিন, পোলিং বুথ, ইভিএমের তথ্য জানা যাবে। নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য চিহ্নিতকরণ এবং তা ছড়িয়ে পড়া আটকাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে হ্যাশট্যাগ ডেমোক্র্যাসি আড্ডা (#DemocracyAdda) আলোচনা সিরিজও চালু হয়েছে। লাইভ ভিডিও, ট্যুইট চ্যাটের মাধ্যমেই ভোটের মূল ইস্যু নিয়ে আলোচনা হবে সেখানে। তবে সবথেকে বড় আকর্ষণ আঙুলে ভোটের কালি লাগানো বাংলা কাস্টম ইমোজি এবং বাংলা হ্যাশট্যাগ। ইমোজিটি অবশ্য আগামী ১০ মে পর্যন্ত চালু থাকবে। পাশাপাশি ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকাকেও কুর্নিশ জানাচ্ছে ট্যুইটার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রথমসারির নেত্রীদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরতে হ্যাশট্যাগ হারপলিটিক্যাল জার্নি (#HerPoliticalJourney) নামে ভিডিও সিরিজও আনছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #hashtag, #custom emoji

আরো দেখুন