চাপে পড়ে বিজেপি প্রার্থী তালিকা থেকে বাদ দিল অশোক লাহিড়িকে
আদি বনাম নব্যের লড়াইয়ে জেরবার বিজেপি। পুরনো নেতা, কর্মীদের বাদ দিয়ে ভিন দল থেকে গেরুয়া শিবিরে সদ্য যোগ দেওয়া ‘নতুন’ নেতাদের প্রার্থী করায় রাজ্যের প্রায় সর্বোত্রই নতুন-পুরনো দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলেছে। অন্য দল ভাঙিয়ে রাজ্য বিজেপি যতই ফুলে ফেঁপে উঠছে, গেরুয়া শিবিরের কর্মী-সমথর্কদের অসন্তোষ, অন্তর্দ্বন্দ্ব ততই প্রকাশ্যে এসে পড়ছে।
টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই, তাঁদের অনুগামীরাও সামিল হচ্ছেন বিক্ষোভে। আবার দল যাঁদের টিকিট দিচ্ছে, তাঁদের মেনে নিতে পারছেন না অনেক কর্মী-সমর্থক। ফলে না পাওয়া আর ‘পড়ে পাওয়া চোদ্দ আনা’— সব মিলিয়ে ‘ষোল আনা’ই শীর্ষ নেতৃত্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি’র অন্দরের কর্মী-সমর্থকদের অসন্তোষ!
আলিপুরদুয়ারে অশোক লাহিড়িকে (Ashok Lahiri ) প্রার্থী করেছিল বিজেপি (BJP)। এ প্রসঙ্গে খোদ জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার প্রতিক্রিয়া, “কে অশোক লাহিড়ি? আমি চিনিই না… নামও শুনিনি।” এরপরেই আজকের প্রার্থী তালিকায় আলিপুরদুয়ার থেকে বাদ দেওয়া হয় অশোক লাহিড়ির নাম। তার বদলে প্রার্থী করা হয় সুমন কাঞ্জিলালকে। চাপে পরেই যে বিজেপিকে এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে তা বেশ বুঝতে পারছে রাজনৈতিক মহল।
এছাড়াও আরো একটি মজার বিষয় হল। প্রথম দুই দফায় ঘটা করে সাংবাদিক বৈঠক ডেকে দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এইবার চুপি চুপি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রার্থী তালিকা। এই বিষয়টিও নজর এড়ায়নি নিন্দুকদের।