দেশ বিভাগে ফিরে যান

দিল্লিবাসীর পাশে থাকার জন্যে মমতাকে ধন্যবাদ কেজরিওয়ালের

March 18, 2021 | < 1 min read

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের হাতে আরও ক্ষমতা দিতে সোমবার লোকসভায় একটি সংশোধনী বিল পেশ করে মোদি সরকার। তার নাম এনসিটি দিল্লি বিল ২০২১। আর তারপরেই দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের নতুন করে সংঘাত দেখা দেয়। বুধবার সংশ্লিষ্ট বিলের প্রতিবাদে যন্তরমন্তরে একটি সভাও করেন কেজরিওয়াল (Arvind Kejriwal)।

এই ইস্যুতে গতকালই কেজরিওয়ালকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘আজ সবথেকে খারাপ লেগেছে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা সঙ্কুচিত করা হয়েছে। তাহলে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা কোথায়? আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু আজকে এমন কী হল?’ এরপরেই মমতার সংযোজন, ‘নির্বাচিত আর মনোনীত সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু আজকের ঘটনা দুর্ভাগ্যজনক। নিন্দা করছি। অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছি। প্রত্যেক নাগরিকের প্রতিবাদ জানানো উচিত। গণতান্ত্রিক সরকার কখনও দুর্বল নয়।’

এরপরই আজ বাংলার মুখ্যমন্ত্রীকে দিল্লিবাসীর পাশে থাকার জন্যে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লেখেন, ‘ধন্যবাদ দিদি, কেন্দ্রীয় সরকারের এই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে লড়াইয়ে দিল্লিবাসীর পাশে থাকার জন্যে। গণতন্ত্রের পক্ষের কোন মানুষ এই বিলকে সমর্থন করতে পারেন না। আমরা আশাবাদী যে বিজেপি সরকার এই বিল প্রত্যাহার করবে।’

সাথে সাথেই অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য এবং বিধানসভা ভোটে জয়ের শুভ কামনাও করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #arvind kejriwal

আরো দেখুন