রাজ্য বিভাগে ফিরে যান

ন্যূনতম রোজগারের প্রকল্পে বরাদ্দ ১২,৯০০ কোটি টাকা: তৃণমূল

March 18, 2021 | < 1 min read

গতকালই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আজ তৃণমূল ভবনে সেই ইস্তাহার বিষয়ক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিল দল। প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। দলের তরফ থেকে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন তাঁরা।

সমস্ত পরিবরকে মাসে ৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাবে বিরোধীদের কটাক্ষের কথা তুলে ধরেন সাংবাদিকরা। তার জবাবে নেতারা উল্টো কটাক্ষ করে বলেন, ‘এটা ভোটের হাওয়া গরম করতে বিজেপির ১৫ লক্ষ টাকার ভাঁওতা নয়। এই প্রকল্পের জন্যে বাজেটে রীতিমতো ১২,৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।’

কর্মসংস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল বলে, ‘আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। দেশে যেখানে ৪৫ বছরে বেকারত্বের হাড় সব থেকে বেশি। তাছাড়াও বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের অঙ্গীকার করেছি। মহিলাদের জন্যেও স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের পরিকল্পনা করেছে সরকার।’

এছাড়াও নেতারা বলেন, দেশের মধ্যে প্রথম বাংলাতেই ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত পর্যায়ের মানুষকে এই ইস্তাহারে উন্নয়নের আওতায় আনা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Trinamool Bhavan, #Trinamool Congress

আরো দেখুন