রাজ্য বিভাগে ফিরে যান

মুখ পুড়ল বিজেপির, নাম ঘোষণার পরও চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী হতে নারাজ সোমেন পত্নী

March 18, 2021 | < 1 min read

বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই দফাতে মোট ১৪৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল BJP। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের মুখ পুড়ল বিজেপির। কারণ প্রয়াত কংগ্রেস (Congress) নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের নাম চৌরঙ্গী আসন থেকে ঘোষণা করা হলেও তিনি ভোটে দাঁড়াচ্ছেন না। এমনকী বিজেপিতে এখনও যোগও দেননি তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই জানিয়ে দিলেন শিখা মিত্রের পুত্র রোহন মিত্র।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ১৪৮ আসনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তাতেই চৌরঙ্গী আসন থেকে প্রার্থী ছিলেন প্রাক্তন বিধায়ক শিখা মিত্র চৌধুরীর নাম।

কিন্তু সেই নাম ঘোষণা হওয়ার পরই বিবৃতি দেন শিখা-সোমেনের পুত্র রোহন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, “আমার মা কোনও জায়গা থেকেই ভোটে দাঁড়াচ্ছেন না। অন্তত বিজেপি থেকে তো নাই। কেউই আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।” এরপর শিখা মিত্রও জানিয়ে দেন, “আমি বিজেপির হয়ে দাঁড়াচ্ছি না। ভুল সংবাদ পরিবেশন হচ্ছে। এটা আদৌ বিশ্বাসযোগ্য না। নিজেই বলছি, আমি কোথাও ভোটে দাঁড়াচ্ছি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sikha Mitra, #Congress

আরো দেখুন