আবার বাংলাকে অপমান? পশ্চিমবঙ্গের ইস্তাহার প্রকাশে ব্রাত্য বঙ্গ বিজেপি?
বিজেপির বিরুদ্ধে বার বার উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বাংলাকে অপমানের অভিযোগ উঠেছে। এর আগে হিন্দিতে প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে, কেন্দ্রের নামের ভুল উচ্চারণ, বাংলাকে নিয়ে মশকরা করতে কিছুতেই খামতি রাখেনি বিজেপি (BJP)।
আশংকা করা হচ্ছে আরো একবার সেই অভিযোগ সত্যি প্রমাণিত হতে চলেছে। খুব সম্ভবত আগামী ২১ তারিখ দিল্লি থেকে রাজ্য সফরে এসে বিজেপির নির্বাচনী ইস্তাহার (Manifesto) প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরকমটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা এবং বাংলার দলীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
বিধানসভার নির্বাচনী ইস্তাহার মূলত দলের রাজ্য প্রধান প্রকাশ করে থাকেন। সেই ক্ষেত্রে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রকাশ করা উচিত। কিন্তু তাঁকে সেই সম্মান বা সুযোগ কোনটাই দেওয়া হচ্ছে না। বাইরে থেকে নেতা এনে প্রকাশ করানো হচ্ছে ইস্তাহার।
বাঙালি জাতি যে যোগ্য নয় কোনভাবে কি সেই বার্তাই দিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।