জলপাইগুড়ির পর এবার প্রার্থী নিয়ে বিক্ষোভ ময়নাগুড়িতে
‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বুকে নিয়ে চলছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। সেই স্বপ্নে তৃণমূল নয়, প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বঙ্গ বিজেপিই (BJP)। স্পষ্ট করে বললে প্রার্থীতালিকা নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের বিক্ষোভ। প্রথম দফায় প্রার্থীদের নাম ঘোষণার পর কলকাতায় পদ্ম-শিবিরের সদর দপ্তরে প্রবল বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা। দ্বিতীয় দফার নাম ঘোষণার পরেও সেই একই চিত্র। এবার বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়।
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বিক্ষোভ এতই প্রবল যে পার্টি অফিসে আগুন ধরিয়ে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ উঠেছে, কোটি টাকার বিনিময়ে তৃণমূলের (Trinamool) হাতে বিধানসভা তুলে দিচ্ছেন জেলা সভাপতি। পুরনো-নতুন তত্ত্ব নিয়ে সেখানেই কোন্দল ভয়াবহ আঁকার নিয়েছে।
জলপাইগুড়ির মতো ময়নাগুড়ি কেন্দ্রেও একই অবস্থা। এদিন ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। ময়নাগুড়ি সুভাষনগর এলাকায় বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ছিঁড়ে দেওয়া হয় দলীয় কার্যালয়ে লাগানো সমস্থ ফ্লেক্স, দলীয় পোষ্টার। পার্টি অফিসের মূল দরজা ভাঙা হয়। সর্বক্ষণ মদ্যপ অবস্থায় থাকে এমন একজনকে প্রার্থী করা হয়েছে বলে দলীয় কর্মীদের অভিযোগ। এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। এমন প্রার্থীকে মানতে না চেয়ে চলে বিক্ষোভ।