দলবদলু প্রার্থীকে নিয়ে বালুরঘাটে ক্ষোভ বিজেপি কর্মীদের মধ্যে
বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যের একাধিক আসনের বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
বালুরঘাট বিধানসভার মতো হেভিওয়েট আসনে কেন এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি, তা নিয়ে এদিন জেলার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতৃত্ব হেভিওয়েট কোনও প্রার্থী দাঁড় করিয়ে চমক দিতে চাইছে। এদিকে, গঙ্গারামপুর ও হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে সত্যেন রায় ও নীলাঞ্জন বায়কে নিয়ে চাপা ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে।
সত্যেনবাবু মাস কয়েক আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে ওই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানোয় আদি বিজেপিদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।
আবার হরিরামপুরের প্রার্থী নীলাঞ্জনবাবু বালুরঘাটের (Balurghat) বাসিন্দা। তাই ওই কেন্দ্রে স্থানীয় প্রার্থীর দাবিদারদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। তবে কোনও জায়গাতেই ক্ষুব্ধ কর্মীরা এখনও পার্টি অফিস ভাঙচুর বা বিক্ষোভ দেখানোর মতো কোনও হঠকারী কাজ করেননি।
গঙ্গারামপুর ব্লকের প্রাক্তন মণ্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন, যিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে (bjp)এলেন,তাঁকে দল প্রার্থী করেছে। এই সিদ্ধান্ত মানতে পারছি না। ২০১৬ সালে যার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এখন তাকেই প্রার্থী হিসেবে মানতে হবে! অনেক লড়াই-সংগ্রাম করে গঙ্গারামপুরে আমরা বিজেপিকে প্রতিষ্ঠিত করেছি। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আমরা ২২ হাজার ভোটে এগিয়ে ছিলাম। এর পিছনে আমাদের পুরনো নেতা-কর্মীদের অনেক অবদান রয়েছে। অথচ তারপরেও এই অবস্থা। গঙ্গারামপুরে সত্যেনবাবুর বদলে অন্য কোনও বিজেপি কর্মীকে প্রার্থী করলে আমরা মেনে নিতাম।
প্রসঙ্গত, জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কুশমণ্ডি থেকে প্রার্থী হয়েছেন রঞ্জিত রায়, কুমারগঞ্জ থেকে মানস সরকার ও তপন থেকে প্রার্থী হয়েছেন বুধরাই টুডু। বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন বলেন, প্রার্থীর ব্যাপারে আমাদের কিছু জানা নেই। কে প্রার্থী হবেন, তা কেন্দ্র থেকে ঠিক করছে। কেন বালুরঘাট আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেব্যাপারেও আমাদের কাছে খবর নেই।
প্রসঙ্গত, এই বালুরঘাট আসন থেকেই সাংসদ সুকান্ত মজুমদার প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল।