কলকাতা বিভাগে ফিরে যান

বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ ভবানীপুরের ধাবায়

March 19, 2021 | < 1 min read

এবারের বিধানসভা নির্বাচন যে অন্যবারের চেয়ে ঘটনাবহুল হতে চলেছে তা বলাই বাহুল্য। আট দফার নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর আধিক্য এমনকি মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। প্রার্থী নিয়ে জেলায় জেলায় বিজেপির(BJP) বিক্ষোভও চলছে।

এরই মধ্যে এবার খোদ কলকাতার(Kolkata) বুকে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির সাংসদ তথা টালিগঞ্জের(Tollygunge) বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভবানীপুরের(Bhabanipur) হরিশ মুখার্জী রোডে এই ঘটনা ঘটে।

বিজেপি সূত্রের খবর, ওই এলাকায় হরিশ মুখার্জী রোডের একটি ধাবায়(Dhaba) গিয়েছিলেন বাবুল। সেই সময় তাঁকে ঘিরে ধরে কয়েক জন মিলে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন বলে দাবি করা হয়েছে।

বিজেপির আরও দাবি, বাবুল তাঁদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টাও করেন। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এর পরে বাবুলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ওই ধাবা থেকে বের করে নিয়ে যান বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Babul Supriyo, #Bhawanipore dhaba

আরো দেখুন