প্রচারে বেরিয়েও রুগী দেখছেন বসিরহাটের ডাক্তারবাবু
সকলের প্রিয় ‘ডাক্তারবাবু’র উপরেই ভরসা রাখছে বসিরহাটবাসী। এবারে বসিরহাট দক্ষিণের তৃণমূল (Trinamool) প্রার্থী ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় (Dr. Saptarshi Banerjee)। প্রার্থী ঘোষণা হতেই প্রচারাভিযানে নেমে পড়েছেন তিনি। বহুদিন ধরেই চক্ষু রোগের চিকিৎসা করছেন। সেজন্য এলাকার বাসিন্দাদের কাছেও বেশ পরিচিত। প্রচারের জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরচ্ছেন তিনি। প্রচারের জন্য কখনও গাড়ি, মোটরবাইক আবার কখনও হেঁটেই মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। বহু কর্মী, সমর্থক তাঁর পায়ে পা মেলাচ্ছেন। এদিকে, দূরদূরান্ত থেকে অনেকেই আবার চিকিৎসা করাতে তাঁর বাড়িতে চলে আসছেন। বাড়িতে থাকলে সে দিকটাও সামলাচ্ছেন। আবার প্রচারের মাঝেই কেউ কেউ বলছেন, ডাক্তারবাবু চোখের সমস্যা হচ্ছে। একটু দেখে দিন না। এমন সব আব্দারও মেটাচ্ছেন হাসি মুখে। পেন তো সঙ্গে থাকেই। তার সঙ্গে সব সময়ই মজুত থাকছে প্রেসক্রিপশন লেখার প্যাড। কখনও রাস্তায় দাঁড়িয়ে চিকিৎসা চলছে। আবার কখনও কোনও কর্মীর বাড়িতে বসেই ওষুধ লিখে দিচ্ছেন প্রিয় ডাক্তারবাবু। সবই করছেন সাবলীল, অনায়াস দক্ষতায়।
সপ্তর্ষিবাবু বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমাদের নেত্রী। তিনি যেভাবে আমাদের উপদেশ দিয়েছেন, সেইভাবেই চলছে। বসিরহাটবাসীর দারুণ ভালোবাসা পাচ্ছি। রাস্তায় বেরলে হাজার হাজার কর্মীই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর উন্নয়নের ইস্যুতেই এই ভোট। এলাকাবাসীর কাছে ভোট চাইতে হচ্ছে না। দেখা হলেই, কাছে গেলেই আশীর্বাদ করছেন তাঁরা। বলছেন, ২১ সালে আবার টিএমসি সরকারই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে।