প্রার্থী বদলের দাবিতে কল্যাণীতে বিক্ষোভ বিজেপি কর্মীদের
কল্যাণীর বিজেপি প্রার্থী বদলের দাবিতে কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলছেই। সেখানে প্রার্থী করা হয়েছে অম্বিকা রায়কে। তাঁকে অপসারণের দাবিতে শহরের সেন্ট্রাল পার্কে বিজেপির দলীয় কার্যালয়ে শুক্রবার বেলার দিকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত কর্মীরা পার্টি অফিসের সামনে চেয়ার ভেঙে, টায়ার জ্বালিয়ে ‘অম্বিকা রায় গো ব্যাক’ স্লোগান দেন। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন কল্যাণীর বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। কেন্দ্রীয় মন্ত্রীর সামনেও বিক্ষোভ দেখানো হয়।
অম্বিকা রায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শুনে সপ্তাহ খানেক ধরেই বিরোধিতা শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। শেষ প্রর্যন্ত তাঁকেই কল্যাণী কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শুনে ক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শুক্রবার সকাল থেকেও কল্যাণী শহরের এ এবং বি ব্লকের একাধিক দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ চলে। গো ব্যাক স্লোগানের পাশাপাশি বহিরাগত প্রার্থী আমরা মানছি না বলেও দাবি তোলা হয়। ঘোষিত প্রার্থীর বদলে কল্যাণীর যেকোনও ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বলে দাবি জানানো হয়। প্রার্থী পরিবর্তন করা না হলে একাধিক কার্যকর্তা ভোটের আগে সরে দাঁড়াতে পারে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
স্থানীয় বিজেপি নেতা রবিন সরকার বলেন, দলের কর্মীদের আবেগ, ক্ষোভকে থামানো যাচ্ছে না। তাঁরা বহিরাগত প্রার্থীকে মানতে পারছেন না। অম্বিকা রায় প্রার্থী হওয়ার জন্য মাস ছয়েক আগে কল্যাণীতে ঘর ভাড়া নেন। তাই যারা এখানে দলের জন্য ঘর ছাড়া হয়েছে, মার খেয়েছে তাদের আবেগকে থামানো যাচ্ছে না। অন্যদিকে, কল্যাণীর বিজেপির ঘোষিত প্রার্থী অম্বিকা রায়কে শুক্রবার সকাল থেকে কল্যাণীতে দেখা যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।