দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পচা আলুর খিচুড়ি খেয়ে পেট খারাপ, বিজেপির প্রার্থী কোন্দল প্রসঙ্গে দেবাংশু

March 20, 2021 | < 1 min read

আলু পচে গেলে তা ফেলে দেওয়া হয়। বিজেপি(BJP) সেই পচা আলু দিয়ে খিচুড়ি রান্না করে খেতে যাচ্ছে। ফলে পেট খারাপ হয়ে নাজেহাল অবস্থা। প্রার্থী ঘোষণা হতেই দলের লোকেরাই দলের লোককে মারছে। ওদের হাতে নেতা নেই। তাই ১০০ জন প্রার্থীর মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ৭০জনকে প্রার্থী করেছে। এখন পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী ঘোষণা করতে পারেনি। ওরা তাকিয়ে আছে, আরও যদি কয়েকটা তৃণমূলের(TMC) ছাঁটমাল পায়।

শুক্রবার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়ার রায়বাঁধ ময়দানের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির টিকিট দেওয়া প্রসঙ্গে একথা বলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য(Debangshu Bhattacharya)।  তিনি বলেন, চালের মধ্যে কিছু নুড়ি, কাঁকর থাকে। বাড়ির মেয়েরা চাল থেকে বেছে নিয়ে সেগুলিকে ফেলে দেয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম দলের নুড়ি, কাঁকরগুলিকে দল থেকে বের করে দিয়েছেন। বিজেপি সেই ফেলে দেওয়া নুড়ি, কাঁকরগুলি নিয়ে দল করছে।  মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, দিদি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছেন। তাই দিদি হেরে গেলে বিজেপি সব প্রকল্প বন্ধ করে দেবে। তা‌ই দিদির হাত শক্ত করতে হবে। এদিনের সভায় রঘুনাথপুরের প্রার্থী শিক্ষক হাজারি বাউরি, নিতুড়িয়া ব্লক সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব উপস্থিত ছিলেন। জনসভার পাশাপাশি এদিন মানবাজারের তৃণমূল প্রার্থী মন্ত্রী সন্ধ্যারানি টুডুর সমর্থনে মানবাজারে ও কাশীপুর বিধানসভার প্রার্থী স্বপন কুমার বেলথরিয়ার সমর্থনে হুড়ায় দেবাংশু রোড-শো করেন। পাশাপাশি রঘুনাথপুর শহরেও একটি পথসভা করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Debangshu Bhattacharya

আরো দেখুন