দেশ বিভাগে ফিরে যান

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন ডেরেক

March 20, 2021 | < 1 min read

ভোটের ঠিক আগে আজকাল যেমন বিজেপির কেন্দ্রীয় নেতাদের যাতায়াত বাড়ে, ঠিক একইভাবে যাতায়াত বাড়ে কেন্দ্রীয় এজেন্সি ইডি(ED), সিবিআই(CBI) এবং আইটির(IT)। কারো বিরুদ্ধে এই তিনই মহাস্ত্র হয়ে দাঁড়িয়েছে বিজেপির(BJP) কাছে। বিজেপির বিরুদ্ধে গেলেই আপনাকে মুখোমুখি হতে হবে কেন্দ্রের এই তিন দপ্তরের। সম্প্রতি তার উদাহরণ ভুড়ি ভুড়ি। যেমন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নুর বাড়িতে আইটি হানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা বা মদন মিত্রকে ইডির তলব। সবটাই বিজেপির বিরুদ্ধে যাওয়ার ফল। বিরোধীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে চাইছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সবচেয়ে বড় রাজনৈতিক দল।

এবার এই নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন(Derek OBrien)। ডেরেক টুইট করে লেখেন, ‘বিজেপির শরিক দলগুলি পরিত্যাগ করেছে তাদের। এখন ওদের নতুন শরিক সিবিআই, ইডি এবং আয়কর দপ্তর। ভোটের আগে বিরোধীদের বিরুদ্ধে এদেরকেই ব্যবহার করছে বিজেপি। মোদী শাহ স্বচ্ছতায় বিশ্বাসী নন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Derek O Brien

আরো দেখুন