দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নন্দীগ্রামে নিশ্চিত পরাজয়, তাই বহরমপুরে দাঁড়াতে চান শুভেন্দু?

March 20, 2021 | < 1 min read

বহরমপুর বিধানসভা কেন্ত্রে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসাবে চাইছেন বিজেপি জেলা নেতৃত্ব । জেলা বিজেপি সভাপতি গৌরিশঙ্কর ঘোষ এবিষয়ে বলেন, ”বহরমপুরের প্রার্থীর জন্য ৩০ জন আবেদন করেছেন। সর্বজনগ্রাহ্য এক বাক্তিকে প্রার্থী করা হবে। দু’একদিনের মধ্যেই সেই নাম ঘোষণা হবে। তবে বহরমপুরে প্রার্থীর জন্য শুভেন্দু অধিকারীকে (Suvendu adhikari) প্রস্তাব দেওয়া হয়েছে। শুভেন্দুবাবু রাজিও হয়েছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব কী করে সেটাই দেখার।” বহরমপুর বাদ রেখে মুর্শিদাবাদ জেলার ২১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি । আর তারপরই বহরমপুরকে নিয়ে জল্পনা শুর হয়েছে। বিশেষ করে জেলা নেতৃত্বর মুখ থেকে শুভেন্দু অধিকারীর নাম শোনার পর তা আরও বেড়েছে।

মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু বিধানসভায় সংগঠন মজবুত করেছে গেরুয়া শিবির। জেলার ২২ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হলেও বহরমপুর বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তার পিছনে বিভিন্ন কারন উঠে আসছে বিজেপি শিবির থেকে । জেলায় সেরকম কোন হেভিওয়েট প্রার্থী নেই গেরুয়া শিবিরে। ফলে বিজেপি (BJP) শিবিরের দাবি, রাজ্য নেতৃত্ব কেউ প্রার্থী হলে একজন অভিভাবককে পাওয়া যাবে, তেমনই পুলিশ প্রশাসনকে পাল্টা চাপে রাখা
যাবে।

তবে বিরোধী মহল অন্য কথা বলছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিপরীতে হার নিশ্চিত জেনেই বহরমপুরে গুটি সাজাচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রামে হারলে রাজনৈতিক ভবিষ্যতই প্রশ্নের মুখে চলে আসবে এই হেভিওয়েট নেতার। তাঁকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্রীয় বিজেপির নেতারা। তাই এই সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Baharampur, #bjp

আরো দেখুন