রাজ্য বিভাগে ফিরে যান

নরেন্দ্র মোদী নিজের নামে স্টেডিয়াম করেছে, এবার দেশের নাম বদলাবে: খেজুরীতে মমতা

March 20, 2021 | 2 min read

একুশের নির্বাচনে প্রচারের ঝড় তুলেছেন মমতা। ভাঙা পায়ে কলকাতায় পদযাত্রা দিয়ে শুরু হয় তাঁর নির্বাচনী কর্মসূচি। এরপর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাঁর জনসভায় দেখা যায় জনপ্লাবন। গতকালকের পর আজও মমতা পূর্ব মেদিনীপুরে। 

প্রথম পর্যায়ের নির্বাচনের প্রচারে হাতে গুনে এক সপ্তাহ বাকি। তার আগেই মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন মমতা। বার্তা একটাই – ভাঙা পায়েই খেলা হবে। আজ মমতার জনসভা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, খেজুরী, পাঁশকুড়ায়।

লাইভ আপডেট

১:৫৮: এই নির্বাচনটা মা-বোনেরা করবেন, ভাইয়েরা পাশে থাকবেন, হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবেন, বদমাইশি করলে গালে দুই থাপ্পড় দেবেন।

১:৫৭: রাবণ দের দল ন‌ই, দূর্যোধন দুঃশাসনদের দল ন‌ই, গদ্দারদের দল ন‌ই, তৃণমূল পবিত্র দল।

১:৫৬: ভোটের মেশিন ইচ্ছা করে খারাপ করে দেয়, মেশিন বদলালে চেক করে তারপর ভোট দেবেন। চলে যাবেন না।

১:৫৫: বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে। পাড়ার মরে কেন তৈরি করছে যাতে গ্রামের লোক ভোট না দিতে পারে। ক্যাম্প দেখলেই কমপ্লেন করুন।

১:৫৪: ৫৫% মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। চিংড়ি মাছের চাষ হচ্ছে বাড়িতে। বিজেপি এলে আদানিরা আপনাদের সব মাছ নিয়ে যাবে।

১:৫৩: এই অবস্থায় রাজনৈতিক খেলা হবে। আমার প্রার্থীরা জিতলে আমি আবার সবকিছু করতে পারব।

১:৫২: বিজেপি সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় জোতদার, পিএম কেয়ার এর টাকা গেল কোথায়? লোকসভার আগে উজালা দিয়েছিল, এখন উজালা কোথায়? আগে গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন ৮০০ টাকা।

১:৫১: মীরজাফরদের দল ২০১৪ সাল থেকে গদ্দারি করত, কান এখানে কথা বলতো। আজ বাংলা এগিয়ে গেছে বলে বিজেপি হিংসা করে।

১:৫০: আগে এগরা, কাঁথি, এসব জায়গায় আসতে দেওয়া হতো না আমাকে, ওখানে গদ তাদের জমিদারী ছিল, এখন আমি সব জায়গায় যাই।

১:৪৯: আমাদের অজস্র প্রোগ্রাম। আমরা করে বলি করেছি। কেন্দ্রের প্রকল্পে এক টাকাও কেউ পায়নি। ‌

১:৪৮: আমি NPR আর NRC করতে দিইনি। ‌ এখন জাতি শংসাপত্র পাওয়া খুব সোজা করে দিয়েছি।

১:৪৭: আমরা ক্ষমতায় এলে শিক্ষকদের সংখ্যা দ্বিগুণ হবে, মডেল স্কুল হবে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করছি।

১:৪৬: বিজেপি সরকার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। কেরোসিন বন্ধ করেছে। নরেন্দ্র মোদী নিজেকে কি ভাবে? নিজের নামে স্টেডিয়াম করেছে, এবার দেশের নাম বিলিয়ে দেবে।

১:৪৫: মৎস্যজীবীদের আমরা দেখি। মাছ নিলামের জায়গা তৈরি হচ্ছে যাতে মাছ রপ্তানি করতে পারেন। কৃষকদের আগামী দিনে ১০ হাজার টাকা দেবো।

১:৪৪: নবম শ্রেণীতে সাইকেল, একাদশ-এ উঠলে ১০ হাজার টাকার ট্যাব বা স্মার্টফোন পাবে ছাত্রছাত্রীরা।

১:৪৩: তাজপুর বন্দর হলে ২৫ হাজার ছেলেমেয়ে চাকরি পাবে, হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের ব্রিজ হয়ে গেলে আপনারাও সুবিধা পাবেন।

১:৪২: সবাই প্রার্থী হতে পারেনা, একজন হয়, বাকিরা কাজ করে। এখানকার প্রার্থী আপনাদের ঘরের ছেলে।

১:৪১: নন্দীগ্রাম আর হলদিয়ার মধ্যে একটা ব্রিজ করে দেবো, আপনাদের সুবিধা হবে। নন্দীগ্রাম আন্দোলন সফল হয়েছে কারণ খেজুরী, চন্ডিপুর সাথ দিয়েছিল। এইতো এখানেই ব্রিজ থেকে আমার উপর গুলি চালানো হয়েছিল।

১: ৪০: যারা এখানে শহীদ হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার্ঘ্য। মা-বোনেদের পা-কে আমি প্রণাম জানাই, আপনারাই আমার অনুপ্রেরণা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Khejuri, #Trinamool Congress

আরো দেখুন