দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

March 20, 2021 | < 1 min read

বিষ্ণুপুর (Bishnupur) শহরে বিজেপি (BJP) প্রার্থী তন্ময় ঘোষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে একাধিক পোস্টার পড়াকে কেন্দ্র করে শহরে চাঞ্চল্য ছড়ায়। তন্ময় ঘোষের চার্জশিট নামাঙ্কিত পোস্টারে স্কুলের সামনে বেআইনিভাবে মদের দোকান তৈরি, বেআইনিভাবে চাল কেনা বেচা এবং পুরসভার বিভিন্ন দপ্তরে অনিয়মের অভিযোগ তোলা হয়। দু’দিন আগে প্রথমে শহরের স্টেশন রোডে বিক্ষিপ্তভাবে পোস্টার দেখা গেলেও পরে শহরের বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুতের খুঁটি ও দেওয়ালেও পোস্টার সাঁটানো দেখা যায়। তা নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও পোস্টারে তোলা অভিযোগের সবকটিই ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। তন্ময়বাবু বলেন, এই কাজ তৃণমূল কংগ্রেসের। বিষ্ণুপুরের মানুষ জানেন, আমি পুরসভায় কাউন্সিলার ও প্রশাসক মণ্ডলীর সদস্য থাকাকালীন স্বচ্ছভাবে কাজ করেছি। তাই আমি কোনও আমল দিচ্ছি না।

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিষ্ণুপুর শহর সভাপতি জয়মাল্য ঘর বলেন, আমাদের অত সময় নেই। আমরা দিদির ১০বছরের জনহিতকর প্রকল্পের প্রচারে ব্যস্ত। পোস্টারের বিষয়ে আমরা কিছুই জানি না। আমাদের দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বিজেপির আদি ও নব্যের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটা তার ফল হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bishnupur

আরো দেখুন