রাজ্য বিভাগে ফিরে যান

অর্ধেকের বেশি বিজেপি প্রার্থী দলবদলু, বাড়ছে ক্ষোভের আগুন

March 21, 2021 | 2 min read

প্রার্থী তালিকা ঘোষণার তিনদিন পরও জেলায় জেলায় বিজেপির অন্দরে তুমুল বিক্ষোভ অব্যাহত। আদি ও নব্য বিজেপি (BJP) কর্মীদের সংঘর্ষ, সাংসদকে ঘিরে বিক্ষোভ, ট্রেন অবরোধ, নেতাদের বাড়ি ঘেরাও, এমনকী দল বদলে শাসকদলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার। পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম থেকে উত্তরে মালদহ কোনও জেলাই বাদ যায়নি।

এখন অবধি বিজেপি ২৮৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সূত্রের খবর, এর মধ্যে ১৫০ জনই অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। কেউ কেউ আবার টিকিট পাওয়ার এক-দুদিন আগেও যোগ দেন। স্বাভাবিকভাবেই এটি ভালো চোখে দেখছেন না আদি কর্মীরা। গোষ্ঠদ্বন্দ্বে জেরবার হয়ে গেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে প্রতিবাদের হিড়িক লেগেছে।

রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে অসীম বিশ্বাসকে প্রার্থী করার প্রতিবাদে এদিন সকালে শিয়ালদহ-গেদে শাখার পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে ট্রেন অবরোধ করেন বেশকিছু কর্মী। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে দলবদলু পার্থসারথি চট্টোপাধ্যায়কের বিজেপি প্রার্থী করায় নদীয়া দক্ষিণ জেলা পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। ক্ষোভ সামলাতে এসে তুমুল বিক্ষোভের মুখে পড়েন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকারকে বদলের দাবিতে ধুবুলিয়ায় বিজেপির নদীয়া জেলা উত্তর সাংগঠনিক সাধারণ সম্পাদক রঞ্জন অধিকারীর বাড়িতে বিক্ষোভ চলে।

বীরভূম জেলায় একই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। সাঁইথিয়ায় শতাধিক পদাধিকারী ভোট যুদ্ধে নিষ্ক্রিয় থাকার কথা জানিয়েছেন। নলহাটিতে জেলার শীর্ষস্তরের নেতা প্রার্থী হতে না পেরে ফেসবুক লাইভ করে ক্ষোভের কথা জানিয়েছেন। প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে মেল করেছেন মুরারই কেন্দ্রের বিজেপির নেতা-কর্মীদের একাংশ। তাঁদের দাবি মানা না হলে দ্রুত আন্দোলনে নামা হবে বলে জানিয়েছেন দলের জেলা কমিটির সদস্য সুধীররঞ্জন দাসগোস্বামী।

শুক্রবার দুর্গাপুর ৩৫ নম্বর ওয়ার্ডে আদি ও নব্য বিজেপি কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাতে উভয় পক্ষের চারজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুর্গাপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ঘটনাস্থলে যান পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন। যদিও সমস্যার সমাধান হয়নি।

ইংলিশবাজার আসনে বিজেপির প্রার্থী বদলের দাবিতে শনিবার ক্ষোভ আছড়ে পড়ে। এদিন বিকেলে ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড়ে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পরে তাঁরা বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ইংলিশবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে পাশে পাওয়া যায় না। বিপদে-আপদে কর্মীদের পাশে দাঁড়ানো কোনও নেতা-নেত্রীকে দল যেন প্রার্থী করে। বিজেপির মালদহ জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, কর্মীদের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ দলের উপর মহলে পাঠানো হবে।

এদিকে কল্যাণীতে প্রার্থী বদলের দাবিতে অনশন শুরু করেছে বিজেপি কর্মীরা। পাশাপাশি হরিণঘাটা বিধানসভা এলাকাতেও প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করেছে লোকশিল্পী অসীম সরকারকে। অসীম সরকার বলেন, একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। সমস্যা আর কিছু নেই। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মানস্পতি দেব বলেন, বিষয়গুলো আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

কল্যাণীর প্রার্থী আইনজীবী অম্বিকা রায়কে অপসারণের দাবিতে কল্যাণীর দলীয় কার্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত কর্মীরা পার্টি অফিসের সামনে চেয়ার ভেঙে, টায়ার জ্বেলে অম্বিকা রায়ের নামে গো-ব্যাক স্লোগান দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন