মোদি জমানায় সুখী নয় ভারতীয়রা, বলছে রাষ্ট্রসঙ্ঘের তথ্য
নরেন্দ্র মোদি (Narendra Modi) জমানায় মন একেবারেই ভালো নেই আমজনতার। রাজনৈতিক নেতারা যাই বলুন, দেশবাসী আদৌ নিজেদের সুখী বলে মনে করছেন না। কোনও বিরোধী দলের অভিযোগ নয়, রাষ্ট্রসঙ্ঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। শনিবার ছিল ইন্টারন্যাশনাল ডে অব হ্যাপিনেস অর্থাৎ, আন্তর্জাতিক সুখ দিবস। এদিন সামনে এসেছে সেই সমীক্ষার ফলাফল—ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১। সদ্য প্রকাশিত সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে সুখী ১৪৯টি দেশের তালিকায় ১৩৯ নম্বরে রয়েছে ভারত। ২০১৯ সালের তুলনায় এবার একধাপ উন্নতি হয়েছে। তবে বিশ্বের সর্ববৃহত্ গণতন্ত্রের জন্য এই রিপোর্ট মোটেই সুখকর নয় বলেই মত তথ্যাভিজ্ঞ মহলের। কারণ, দুই প্রতিবেশী পাকিস্তান (১০৫), বাংলাদেশ (১০১) তালিকায় অনেকটাই উপরে রয়েছে। আরেক পড়শি দেশ চীনও রয়েছে প্রথম একশোর মধ্যে। তাদের র্যাঙ্ক ৮৪।
সমীক্ষা চালানো মোট ১৪৯টি দেশের মধ্যে সুখ-তালিকায় সবার উপরে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা চারবার সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল তারা। প্রথম দশের বাকিরা হল—ডেনমার্ক, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, জার্মানি, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড।
কিন্তু, কী এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট? রাষ্ট্রসঙ্ঘের অধীনস্থ সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি মাপকাঠির ভিত্তিতে কোনও দেশের মানুষ কতটা ভালো আছেন বা সুখী, তা বিশ্লেষণ করা হয়। এবারের সমীক্ষায় বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় মানুষজনের মনের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সমীক্ষকরা। মূলত দু’টি বিষয়কে সামনে রেখে সমীক্ষাটি চালানো হয়। এক, করোনা পরিস্থিতি নাগরিকদের জীবনে কী প্রভাব ফেলেছে? তাদের আর্থসামাজিক অবস্থাতে কোনও পরিবর্তন এসেছে কি না? দুই, বিশ্বব্যাপী মহামারীর সময় সংশ্লিষ্ট দেশের সরকার কেমন কাজ করেছে? প্রশ্ন করা হয়েছিল সংশ্লিষ্ট দেশের আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি, মানুষের প্রত্যাশা, সামাজিক অবস্থা, ব্যক্তি স্বাধীনতা, দুর্নীতি সহ অন্যান্য একাধিক ব্যাপার নিয়ে। প্রতিটি প্রশ্নের জবাবে এক থেকে দশের মধ্যে নম্বর দিতে বলা হয় নাগরিকদের।
কীভাবে করা হয়েছে এই সমীক্ষা? সংস্থাটি জানিয়েছে, ভারতে মূলত দু’ভাবে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। টেলিফোনে এবং সামনাসামনি কথা বলে রিপোর্ট তৈরি করেছেন সমীক্ষক সংস্থার কর্মীরা।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১-এর তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানুষ সবচেয়ে বেশি দুঃখী। তালিকায় সবার শেষে রয়েছে তারা। অন্যদিকে, বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও প্রথম দশে স্থান পায়নি আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ রয়েছে তালিকার ১৯তম স্থানে।