দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ক্ষোভের মুখে সাঁকরাইলের বিজেপি প্রার্থী

March 21, 2021 | < 1 min read

এলাকায় উন্নয়নের নামগন্ধ নেই। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কোনও কাজ করেনি। এলাকার তৃণমূলের বিধায়ক এখন বিজেপিতে। তিনিও উন্নয়নের কোনও কাজ করেননি। এই অভিযোগ তুলে মানিকপুর গ্রামের বাসিন্দাদের একাংশ শনিবার সাঁকরাইল কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতকে ঘিরে বিক্ষোভ দেখান। এমনকী তাঁরা বিধানসভা ভোট (Bengal Election 2021) বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিন সকালে প্রচারে বেরিয়ে এই পরিস্থিতির মুখে পড়েন প্রভাকরবাবু। এই ঘটনা নিয়েও তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ সহ সব পরিষেবাই বেহাল। এমনকী ঘূর্ণিঝড় উম-পুনে ভেঙে যাওয়া ঘরের টাকা এখনও পাননি অনেকে।

এদিন বিজেপি (BJP) প্রার্থীকে সামনে পেয়ে সেই ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দা দীপ্তি জানা বলেন, রাস্তার অবস্থা বলার মতো নয়। বর্ষায় গ্রামের রাস্তায় সাইকেল নিয়েও যাতায়াত করা যায় না। অথচ প্রতি বছর রাজনৈতিক দলের নেতারা এসে ভোট চান। এবার আমরা ভোট বয়কট করব। আরও অনেকেই ভোট বয়কটের কথা বলেন। এই প্রসঙ্গে প্রভাকরবাবু বলেন, এই গ্রামে অনেক টালির চালের বাড়ি রয়েছে এখনও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ২০২২ সালের সব কাঁচা বাড়ি পাকা করা। কিন্তু রাজ্য সরকার এখানে কোনও কাজ করেনি। মানুষের ক্ষোভ আছে। তাই মানুষ বিজেপিকেই ভোট দেবে। এ প্রসঙ্গে সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল বলেন, মানিকপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি চালায়। এছাড়া সাঁকরাইলের বিধায়ক তো এখন বিজেপিতে। তিনিও এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Election 2021

আরো দেখুন