দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

চণ্ডীতলায় তৃণমূলের দেওয়াল লিখনে কালি লেপা ঘিরে উত্তেজনা

March 21, 2021 | < 1 min read

চণ্ডীতলা (Chanditala) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী স্বাতী খোন্দকারের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল ডানকুনির কালীপুর এলাকায়। এদিন সকালে তৃণমূল কর্মীদের চোখে পড়ে এই ঘটনা। স্বাতী খোন্দকারের নামের উপর কালি লেপে দিয়েছে কেউ বা কারা। তা দেখে বিক্ষোভ শুরু করে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। এভাবে তারা এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা সুবীর মুখোপাধ্যায়ের দাবি, বিজেপি এরকম কাজ করে না। তৃণমূল জানে যে নির্বাচনে তাদের জয় আসবে না, তাই অন্যরকম হাওয়া তোলার জন্য নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chanditala, #Trinamool Congress

আরো দেখুন