বিশ্ব অরণ্য দিবসে বৃক্ষ রোপন, কবিতা দিবসে কবিতা পাঠ করে নির্বাচনী প্রচার তৃণমূলের
বাগনানের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি’ । বিশ্ব অরণ্য দিবসে (World Forest Day) এই বার্তা পৌঁছে দিতেই অভিনব উদ্যোগ নেয় বাগনান কেন্দ্র তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর কংগ্রেস কমিটি। পাশাপাশি পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে হয় প্রতিবাদ। কবিতা দিবস (World Poetry Day) উপলক্ষে হয় সাহিত্য চর্চা। একে অভিনব বলতেই হয়। বেশি নজর কারে সবুজায়নের বার্তা।
বিশ্ব অরণ্য দিবস উপলক্ষ্যে গ্রামীণ হাওড়ার বাগনান বিধানসভার মানকুর মোড়ে বাগনান কেন্দ্র তৃণমূল (Trinamool) কিষান ক্ষেতমজদূর কংগ্রেস কমিটির তরফে একটি কর্মসূচির আয়োজন করা হয়। চারাগাছ রোপণের পাশাপাশি পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে জাতীয় সড়ক সংলগ্ন রোডে গ্যাস সিলেন্ডার নিয়ে প্রতীকী প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।
পাশাপাশি, কবিতা দিবস উপলক্ষ্যে এদিন কবিতা পাঠ করেন একাধিক কবি। এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস বসু, বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নয়ন হালদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসু সহ্য অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা চন্দ্রনাথ বসু বলেন,”বাগনানের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেই মাটিতেই আমরা বিশ্ব অরণ্য দিবসে বৃক্ষরোপণ করলাম।”