অ্যানিমেশনের মাধ্যমে ‘ফাইটার দিদি’, প্রচারে তৃণমূল
ফাইটার দিদি(Fighter Didi)! অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের স্বার্থে লড়াই-সংগ্রাম, কেন্দ্রের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জোরাল আওয়াজ। যে ভূমিকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এতদিন দেখা গিয়েছে, এবার সেটাই অ্যানিমেশনের(Animation) মাধ্যমে তুলে ধরছে তৃণমূল(TMC)। যার সূত্রপাত হল, নন্দীগ্রাম (Nandigram) থেকে ‘বহিরাগত’দের হটিয়ে। ভোট প্রচারে অভিনবত্ব এর আগে একাধিকবার দেখেছে বাংলার রাজনৈতিক জগত। তবে এবারের বিধানসভা নির্বাচনের গুরুত্ব যখন আলাদা, তখন প্রচারযুদ্ধেও নয়া কৌশল। সোমবার সেটাই দেখা গেল তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে। অ্যানিমেশনের জাদুতে উঠে এসেছে মমতার লড়াইয়ের অন্য আঙ্গিক। প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ফাইটার দিদি’।
সোমবার এই প্রচার কর্মসূচির প্রথম পর্ব তুলে ধরা হয়। আর প্রথম পর্বেই একুশের ভোটযুদ্ধে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকা নন্দীগ্রাম। যেখান থেকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে বিরোধীদের মূলত বিজেপিকে পরাজিত করা হবে, তারই খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে প্রচারের মাধ্যমে। তৃণমূলের তরফে দেওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শুরুতেই গ্রাম বাংলার ছবি। রাস্তার ধারে থাকা মাইলস্টোন বলছে নন্দীগ্রাম এক কিলোমিটার দূরে। সামনেই চা-জল-খাবারের দোকান। দোকানি খাবার তৈরির কাজে ব্যস্ত। একটু দূরেই ছেলে-মেয়েরা খেলাধূলা করছে। অর্থাৎ সবুজ গ্রাম প্রাণচঞ্চল। কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তির হানা। আতঙ্কিত ব্যবসায়ীর কণ্ঠে ধরা পড়ছে, ‘বহিরাগত’। ভিডিওতে দেখা গিয়েছে, ভয় ক্রমশ বাড়ছে গ্রামবাসীদের। সবাই চিৎকার করে বলছেন, ‘বহিরাগত’ এসেছে। ভয় আতঙ্কের পরিবেশ ক্রমেই বেড়েছে। নন্দীগ্রাম আমাদের। গোমূত্র খেতে বাধ্য করছে বহিরাগতরা। এমনটাই প্রচার ভিডিওতে প্রকাশ। এমনকী মানুষের মাথার উপর বুট চেপে ধরেছে একদল লোক। তাঁদের কারও মাথায় টুপি, কারও মাথায় গেরুয়া তিলক, কারও চোখে সালগ্লাস, বুকে আঁকা সাপ।
এই পরিবেশ থেকে মানুষকে বাঁচাতে ঠিক তখনই নীল পাড় সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটির এক প্রতিবাদী নারীর আগমন। তাঁর চোখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। তিনি শাড়ির আঁচল কষে বেঁধে নেমে পড়লেন দুষ্কৃতী দমনে লড়াইয়ের ময়দানে। মানুষের কণ্ঠে তখন একটাই আওয়াজ, ‘বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়।’ আর ভিডিওতে দেখা গেল, মমতা একাই লড়লেন বহিরাগতদের বিরুদ্ধে এবং পরাস্ত করলেন। এটাও দেখা গিয়েছে, পেট্রল, ডিজেলের দাম দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থা। এই অবস্থায় বস্তায় ভরে গোরুর গাড়িতে চাপিয়ে নন্দীগ্রামের বাইরে নিয়ে গেলেন ‘বহিরাগত’দের। বস্তায় লেখা—‘স্পিড পোস্ট টু গুজরাত।’ প্রচার যুদ্ধে তৃণমূলের পরের অ্যানিমেশন পর্ব, জঙ্গলমহল। তৃণমূলের তরফে বলা হয়েছে, যখন অন্যায় দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে এবং কেন্দ্র কণ্ঠরোধ করার চেষ্টা করে, তখন একজনই আপনার পাশে এসে দাঁড়ান। বাংলা নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য লড়েছেন, লড়ছেন, লড়বেন।
‘বিজেপির ব্যর্থ প্রতিশ্রুতি’ নিয়েও প্রচার শুরু করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে বলা হয়েছে, বছরে দুই কোটি চাকরি, বুলেট ট্রেন, কালো টাকা ফিরিয়ে আনা, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, পিএম কিষাণ নিধি সহ একাধিক প্রকল্পের ব্যর্থতাকে তুলে ধরেছে তৃণমূল।