উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাহাড়ে বিজেপির প্রার্থী তালিকা দেখে ক্ষোভ উগড়ে দিল শরিক জিএনএলএফ

March 23, 2021 | 2 min read

পাহাড়ের গেরুয়া জোটে জট চলছিলই। এবার সেখানের ৩ আসনে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করতেই জোট শরিকের সঙ্গে শরিকের দূরত্ব আরও বাড়ল। প্রকাশ্যেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিল জোট সঙ্গী জিএনএলএফ (GNLF)। পাহাড়ের ৩ কেন্দ্রে বিজেপি যাঁদের কে টিকিট দিয়েছে তাঁদেরকে মানছেন না পাহাড়ের জিএনএলএফ নেতারা। জিএনএলএফের কর্মী-সমর্থকরাও আশা করেছিলেন তাঁদের নেতা মন ঘিসিংকে হয়তো আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করবে বিজেপি। কিন্তু বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় মন ঘিসিংয়ের নাম নেই।

এরপরই জিএনএলএফ প্রধান ঘিসিং বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিজেপির সঙ্গে তাঁদের জোট রয়েছে। জোটের অন্দরে পাহাড়ের ৩ আসনে প্রার্থী বাছাই নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে। কিন্তু হঠাৎ করে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কোনওরকম আভাস তাঁদের দেয়নি বিজেপি নেতৃত্ব। সংবাদমাধ্যম থেকেই তাঁরা জানতে পারেন পাহাড়ের ৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। ফলে বিজেপির এই প্রার্থী তালিকা নিয়ে তাঁরা খুশি নন। পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে জিএনএলএফ দলের অন্দরে সমস্ত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে। আলোচনা করেই স্থির করা হবে পাহাড়ের ৩ আসনে জিএনএলএফ বিজেপির (BJP) বিরুদ্ধে প্রার্থী দেবে কিনা।

প্রসঙ্গত,  কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করেছে সুব্বা প্রধানকে, দার্জিলিংয়ে এবার বিজেপি প্রার্থী হলেন নীরজ তামাং জিম্বা। যিনি কিনা পাহাড়ের দাপুটে জিএনএলএফ নেতা হিসাবে পরিচিত। যদিও বর্তমানে তিনি জিএনএলএফ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওয়াকিবহল মহলের মতে, বিজেপিতে যোগ দিয়েই নীরজ পেয়ে গেলেন দার্জিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ আসনের টিকিট। কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থী করেছে বিষ্ণু প্রধান শর্মাকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গী জিএনএলএফের এই ক্ষোভ প্রকাশ্যে এসে পড়ায় বিপাকে বিজেপি নেতৃত্ব। এমনিতেই পাহাড়ে এবার গোর্খা জনমুক্তি মোর্চার দুই গোষ্ঠী আলাদা আলাদা লড়াই করছে। বিনয় তামাং গোষ্ঠী এবং বিমল গুরুং গোষ্ঠী আলাদা আলাদা লড়লেও তাঁরা জানিয়েছেন পাহাড়ে এবার মূল প্রতিপক্ষ বিজেপি। তাই ভোটের মুখে বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ যদি সত্যিই আলাদা লড়াই করে তাহলে পাহাড়ে আরও বিপাকে পড়বে পদ্ম শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kul Man Ghising, #GNLF

আরো দেখুন