টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর অডিও ভাইরাল
ঝাড়গ্রামের(Jhargram) বিজেপি(BJP) প্রার্থী সুখময় শতপথীর প্রচারের ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তাতে বিজেপি প্রার্থীর এক সঙ্গীকে বলতে শোনা গিয়েছে, ‘ভোটের আগের দিন আয়, খরচ দিয়ে দেওয়া হবে।’ দৃষ্টিভঙ্গি ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। কিন্তু এই ভিডিওকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তুলেছে শাসক দল।
মঙ্গলবার পুরুলিয়ার পাড়ায় নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছেন, ‘আমি একটা ভিডিও দেখছিলাম। ঝাড়গ্রামের প্রার্থীর সঙ্গে থাকা একজন বলছেন, ইলেকশনের আগের দিন আসিস, খরচা দিয়ে দেব। ভোটের খরচা দিয়ে দেব। বুঝুন। এই হচ্ছে ওদের চরিত্র।’ এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে তৃণমূল। তিনি বলেন, ‘নির্বাচনের আগে আসবে। কাউকে ৫০০ টাকা, কাউকে পাঁচ হাজার টাকা, কাউকে এক হাজার টাকা দিয়ে বলবে, টাকা নে। আর বিজেপিকে ভোটটা দে। কিন্তু মনে রাখবেন, টাকাটা আপনার। ওদের দাদা-ঠাকুরদার টাকা নয়।’
এদিন সকাল থেকেই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর প্রচারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওয় দেখা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের সব্জি বাজারে ভোটের প্রচার করছেন সুখময়বাবু। প্রচারে তাঁর সঙ্গে থাকা একজনকে বলতে শোনা যাচ্ছে, ভোটের আগের দিন আয়, খরচা দিয়ে দেব। সুখময়কে ফোন করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মেজাজ হারান। বলেন, ‘এ বিষয়ে কিছু বলব না।’
এদিনই নির্বাচন কমিশনের তরফে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় প্রচার করা হয় যে, টাকা বা ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করলে ফৌজদারি আইনের ১৭১বি ধারায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হবে। তাতে এক বছর কারাদণ্ড বা জরিমানা কিংবা একসঙ্গে উভয় শাস্তিই হতে পারে।
ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন, ‘বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই টাকার প্রলোভন দিয়ে ঝাড়গ্রামের ভোটারদের প্রভাবিত করছে। এনিয়ে আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’