রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি শাসিত গুজরাত, কর্ণাটককে টপকে ভ্যাকসিন প্রদানে চতুর্থ বাংলা

March 24, 2021 | < 1 min read

দেশে যখন আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ, ঠিক তখনই টিকাকরণে নতুন কৃতিত্বের পালক উঠল বাংলার মুকুটে। এবার গুজরাত, কর্ণাটক, কেরালাকে পিছনে ফেলে সারা দেশের মধ্যে টিকাকরণে (Covid Vaccination) চতুর্থ স্থানে উঠে এল মমতার রাজ্য। সম্পূর্ণ টিকাকরণ পদ্ধতিতে নজর রাখতে কেন্দ্রের তরফে কো-উইন অ্যাপ চালু করা হয়েছে। টিকাকরণ সংক্রান্ত যাবতীয় নথি তুলে ধরা হয় সেই অ্যাপে। কেন্দ্রীয় পোর্টালের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের টিকাকরণ প্রক্রিয়ায় চতুর্থ স্থানে রয়েছে বাংলা। এখনও অবধি রাজ্যে মোট ৪২ লাখ ৮৬ হাজার ২২৩ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই টিকা পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯৩৯ জন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া গণটিকাকরণ কর্মসূচী চালু হওয়ার পরই প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরু থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে, এই পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ৪৫ উর্ধ্ব কো-মর্ডিবিটি যুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১ এপ্রিল থেকে ৪৫ উর্ধ্ব ব্যক্তিরাও টিকা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কর্ণাটক, কেরালার মতো একাধিক রাজ্য যেখানে এখনও পর্যন্ত ৩০ লক্ষের গণ্ডি পার করতে পারেনি, সেখানে বুধবার ভোর পাঁচটা অবধি বাংলায় মোট ৪২ লক্ষ ৮৬ হাজার ২২৩ জন করোনা টিকা নিয়েছেন। আবার দৈনিক টিকাকরণের নিরিখেও রাজ্যের সাফল্য উল্লেখযোগ্য। ২৩ মার্চ রাজ্যে প্রায় দুই লক্ষ মানুষকে টিকা দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#corona vaccine, #covid 19 vaccine, #West Bengal

আরো দেখুন