বাগদায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
অন্য দল থেকে নেতারা বিজেপিতে এসেই কার্যকর্তা হয়ে যাচ্ছে, এই অভিযোগ নতুন নয়। লোকসভা ভোটের পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে এই আদি-নব্য দ্বন্দ্ব চলছে। তবে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠীকোন্দল আরও তীব্র আকার ধারণ করেছে। প্রার্থী বদল করুন, নয়তো আমরা নির্দল প্রার্থী দাঁড় করাব— এবার এমনই দাবি তুলে উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারে বিক্ষোভ মিছিল বের করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যে পঞ্চম ও অষ্টম দফার নির্বাচনে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে বনগাঁ উত্তর, বাগদা ও গাইঘাটা। বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। আর তাতেই ক্ষোভে হেলেঞ্চা বাজারে মিছিল বের করে প্রার্থী বদলের দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি বিশ্বজিৎ দাস বহিরাগত। প্রার্থী করতে হবে অমৃতলাল বিশ্বাসকে।
বিক্ষোভকারী বিজেপি নেতা ও জেলা কমিটির সদস্য ভগীরথ ঘোষ বলেন, ওপরতলার নেতারা খোঁজ খবর না নিয়েই বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে। এখানকার বিজেপি কর্মীদের সঙ্গে কোনও কথা বলা হয়নি। যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি বহিরাগত। এবং তৃণমূল থেকে সদ্য বিজেপিতে এসেছেন। উনি এখানে হারবেন। অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করা হলে উনি লাখেরও বেশি ভোটে জিতবেন। প্রার্থী বদল না হলে অমৃতলাল বিশ্বাসকে আমরা নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।