রাজ্য বিভাগে ফিরে যান

জিতেন্দ্রকে শোকজ নির্বাচন কমিশনের

March 24, 2021 | < 1 min read

বিজেপি নেতাদের নির্বাচনী বিধির পাঠ পড়াতে পড়াতে জেরবার নির্বাচন কমিশন। রোজ কোনও না কোনও বিজেপি নেতা কোনও না কোনও নির্বাচনী বিধি লঙ্ঘন করছেন। আর সেই ভুল ধরতে মুখিয়ে আছে রাজ্যের শাসক দল ও অন্যান্য বিরোধীরা। আজই নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাজে নালিশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এইবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন শো-কোজ করল বিজেপির পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে। এক জনসভায় তিনি জনগণকে প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে সবাইকে বিনামূল্যে রাম মন্দির দর্শনের ব্যবস্থা করে দেবেন।

নির্বাচনের প্রাক্কালে আদর্শ আচরণ বিধি বলবৎ সময় এইরকম প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী বিধির লঙ্ঘন। আর সেই অপরাধেই কমিশন তলব করেছে জিতেন্দ্রর জবাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Eci, #West Bengal Elections 2021, #Jitendra Tiwari

আরো দেখুন