কলকাতা বিভাগে ফিরে যান

উচ্ছেদের নোটিস দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ রেলের

March 24, 2021 | 2 min read

বিজেপিকে(BJP) সুবিধা পাইয়ে দিতে নির্বাচনী বিধি ভেঙে উচ্ছেদের নোটিস পাঠাচ্ছে রেল(Railways)। ভোটের মুখে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ সিপিএম(CPIM)। অভিযোগের সত্যতা পেয়ে রেলকে দ্রুত এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন(ECI)। দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল কলোনি এলাকায় এই ধরনের নোটিস নিয়ে শোরগোল পড়ে। তারপর কমিশনের পদক্ষেপ প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রেলের ভূমিকা। দুর্গাপুরের বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ হলেও আসানসোলেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কেন্দ্র সরকার ও বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করেছে তৃণমূল। তাঁদের দাবি, কমিশনের পদক্ষেপ থেকেই পরিষ্কার কোনও এক বিশেষ দলকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচনী বিধি ভাঙছে রেল। কিছুদিন আগেই ঩রেলমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর উচ্ছেদ রাজনীতি নিয়েও কাঠমগড়ায় রেলের ভূমিকা। সিপিএমের দাবি, ভোটের মুখে মানুষে মধ্যে ভয় ঢুকিয়ে বিজেপি আনুগত্য নেওয়ার জন্যই এই পরিকল্পনা।


জেলা এমসিসি (মডেল কোড অব কনডাক্ট) সেলের আধিকারিক তমোজিৎ চক্রবর্তী বলেন, নির্বাচনী বিধি ভেঙে উচ্ছেদের নোটিস দেওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। রেলকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল কলোনি লাগোয়া একটি এলাকায় ৪৮টি পরিবার বসবাস করে। প্রায় ৭০ বছর ধরে সেখানে তাঁরা বসবাস করছে। রেলের হিসাব অনুযায়ী, গ্যামনব্রিজ অভিমুখে ১১৪ নম্বর লেভেল ক্রসিংয়ের ডাউন সাইডে। এই এলাকা জবরদখল হয়ে রয়েছে। ১৩ মার্চ ৪৮টি পরিবারকে উচ্ছেদ নোটিস দেয় রেল। তাতে বলা হয়, এর আগে তাঁদের ব্যবহৃত জমির কাগজ দেখাতে হবে, না হলে ২৯ মার্চের মধ্যে জায়গা ছাড়তে হবে। এতেই মাথায় হাত পড়ে অসহায় পরিবার গুলির। বিষয়টি নজরে আসে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের। তিনি সোমবার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে লিখিত অভিযোগ করেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Eci, #Model Code of Conduct, #Railway

আরো দেখুন