রাজ্য বিভাগে ফিরে যান

মমতাকে দিলীপের অপমান, এবার সরব সমাজবাদী পার্টিও

March 24, 2021 | < 1 min read

পায়ের আঘাতের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে প্লাস্টার করা হয়েছে। সেই অবস্থাতেই হুইলচেয়ারে ঘুরে ঘুরে প্রচার করছেন মমতা। বাঁ-পায়ে প্লাস্টার থাকায় তাঁর নিরাপত্তারক্ষীরা মমতার শাড়িটি সামান্য উপরে তুলে রাখছেন। প্লাস্টার-করা বাঁ-পা হুইলচেয়ারের একটি পাদানির উপর রেখে মমতা বক্তৃতা করছেন। সেই দৃশ্য দেখেই মঙ্গলবার দিলীপ মন্তব্য করেছিলেন, ‘‘শাড়ি ছেড়ে বারমুডা পরুন দিদি!’’ সে সব দেখে এবং জেনেও দিলীপ তাঁর বক্তব্যে অনড়।

আজ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি (Samajwadi Party) টুইট করে দিলীপ ঘোষের (Dilip Ghosh) ওই বক্তব্যের বিরোধিতা করেছে। সমাজবাদী পার্টি বলেছে যে গতকাল বিহারে রাষ্ট্রায়ত্ত জনতা দলের বিধায়িকাদের অপমান করার পর ‘ডাবল ইঞ্জিন’এর মতই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে বিজেপি। বিজেপি বাংলার রাজ্য সভাপতির এই কুকথা অত্যন্ত নিন্দনীয় এবং তা বিজেপি দলের দূরবস্থা কে প্রকাশ করে।

উল্লেখ করা যেতে পারে, দিলীপের ওই বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় পাল্টা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও টুইট করেছেন। যেখানে দিলীপকে তিনি ‘বাঁদর’ বলে অভিহিত করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#dilip ghosh, #Akhilesh Yadav, #Samajwadi Party, #Mamata Banerjee

আরো দেখুন